‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছিল পাকিস্তানের পরমাণুঘাঁটিতে! জল্পনা উপগ্রহচিত্র ঘিরে

July 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
Kirana Hills impact location
Impact location of India’s strike on Kirana Hills

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.২৫ : বিদেশি উপগ্রহচিত্র বিশ্লেষক ড্যামিয়েন সাইমন দাবি করলেন, ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) সময় ভারতের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছিল কিরানা পাহাড়েও (Kirana Hills)। সেখানেই পরমাণু অস্ত্রের ঘাঁটি তৈরি করেছে পাকিস্তান (Pakistan)! দাবি পরমাণুঘাঁটির বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছিল। আপাতত সে সব মেরামত করে নেওয়া হয়েছে। সাইমনের এই দাবি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

ড্যামিয়েন কিরানা পাহাড়ের উপগ্রহচিত্র দেখিয়ে লিখেছেন, ‘‘পাকিস্তানের সারগোধা অঞ্চলের যে উপগ্রহচিত্র গুগল আর্থে ধরা পড়েছে ২০২৫ সালের জুন মাসে, তা থেকে দু’টি বিষয় বোঝা যাচ্ছে। প্রথমত, মে মাসে ভারতের হামলার পর কিরানা পাহাড়ে প্রভাবিত এলাকা এবং দ্বিতীয়ত, ভারতের হামলার পর সারগোধা বিমানঘাঁটিতে মেরামত করা রানওয়ে।’ এই দাবি নিয়ে অবশ্য এখনও নয়াদিল্লি কিংবা ইসলামাবাদ মুখ খোলেনি। তবে এর আগে ভারতীয় সেনা কিন্তু জানিয়েছিল, কিরানা হিলসে কোনও হামলা চালানো হয়নি।

প্রসঙ্গত, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সারগোদা জেলায় অবস্থিত এই পাহাড়ি এলাকা পাকিস্তানের সেনাবাহিনীর অন্যতম বড় ঘাঁটি। মনে করা হয়, পাকিস্তানের হাতে যে ১৭০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে তা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। সেই তালিকায় আছে এই কিরানা হিলও। সেই পাহাড়ই ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত হতে পারে এমন আশঙ্কা শুরু হয়েছিল আগেই। এবার সামনে এল গত মাসে গুগল আর্থের নতুন ছবি।

গত ২২ মে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছিল ভারত। তাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপও করা হয়েছে তার পর। গত ৬ মে পাকিস্তানে প্রত্যাঘাত করা হয়, যার নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। ভারত জানিয়েছে, পাক জঙ্গিঘাঁটিগুলি চিহ্নিত করে হামলা চালানো হয়েছে। কোনও সাধারণ মানুষকে মারা হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen