বিধানসভায় সেনাকে সম্মান জানিয়ে প্রস্তাব পাশ, ফ্লোরে ঝোড়ো ব্যাটিং মমতার

বাংলা প্রথম সন্ত্রাসের বিরুদ্ধে সেনাবাহিনীকে নিয়ে আলোচনা করছে। তাদের ধন‍্যবাদ জানাই। ধর্মের পরিচয় জানতে চাওয়া হয়েছিল।

June 10, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২৯: অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীকে সম্মান জানাতে মঙ্গলবার বিশেষ প্রস্তাব আনা হয় রাজ্য বিধানসভায়। প্রস্তাবের উপর বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এই প্রস্তাব আনার জন‍্য স্পিকারকে ধন্যবাদ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সন্ত্রাসবাদের সমর্থক নই। সন্ত্রাসবাদের কোনও ধর্ম নেই, বর্ণ নেই। পর্যটকদের ওপর যে ভাবে অত্যাচার হয়েছে, খুন হয়েছেন, তাঁদের জন‍্য শোকস্তব্ধ। তাঁদের পরিবারকে সমবেদনা জানাই। আমাদের রাজ্যের তিন জন মারা গিয়েছেন। হিন্দুদের প্রাণ বাঁচাতে গিয়ে মারা গিয়েছেন যিনি। তাঁকেও কুর্নিশ জানাই। বাংলা প্রথম সন্ত্রাসের বিরুদ্ধে সেনাবাহিনীকে (Indian Army) নিয়ে আলোচনা করছে। তাদের ধন‍্যবাদ জানাই। ধর্মের পরিচয় জানতে চাওয়া হয়েছিল। আমি শুনেছি। আমাদের রাজ‍্যে তিন জন মারা গিয়েছেন। বাংলায় জন্মগ্রহণ করছেন যাঁরা, কেউ দেখছি উল্লেখ করছেন না। বাংলাকে ‘নেগলেক্ট’ করার কারণ নেই। স্বাধীনতা থেকে নবজাগরণে বাংলা পথ দেখিয়েছে।”

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যারা এই বিষয়ে প্রস্তাবনা উত্থাপন করেছে। আমরাই প্রথম রাজ্য যারা জম্মু ও কাশ্মীরে জঙ্গি ও সন্ত্রাসী কার্যকলাপ মোকাবিলায় ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে একের পর এক প্রশ্ন করেন মমতা। আক্রমণ করেন বিরোধী দলনেতাকেও। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেন, “অপদার্থ বিজেপি। দেশের লজ্জা। আপনি বিরোধী দলনেতা? লজ্জা। সামান্য ভদ্রতা জানে না। বিধানসভায় (west bengal assembly) মিথ‍্যা বলছে! বাইরে কী করে এরা কে জানে? স্বামীজি রামকৃষ্ণ ঐক্যের কথা বলেছিলেন। পহেলগাঁওয়ে যাঁরা মারা গিয়েছেন, তাঁরা মানুষ।”

মমতা আরও বলেন, “প্রস্তাবকে সমর্থন করে বলেই এই অল্প সময়ের জন‍্য হলেও শিক্ষা দেওয়া জরুরি ছিল। যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানাই। সন্ত্রাসবাদকে ক্ষমা করা যায় না। মধ‍্যপ্রদেশের এক নেতা বলেছেন, ‘মেয়েরা কেন লড়াই করল না?’ আমি বলতে চাই, কয়েক লক্ষ আর্মি (সেনা) থাকে, বিএসএফ, সবাই আছে। কেন পুলিশ ছিল না? জঙ্গিরা কোথা থেকে এল? কোথায় গেল? পাক-অধিকৃত কাশ্মীর দখলের সুযোগ ছিল। এখনও জঙ্গিরা কেন ধরা পড়ল না?”

মোদী সরকারের প্রতি মমতার সওয়াল, “রাষ্ট্রসঙ্ঘে সন্ত্রাসবাদ কমিটির চেয়ারম্যান পেয়েছে পাকিস্তান। কী ভাবে? আমাদের কূটনৈতিক সম্পর্কে কি খামতি ছিল? বিদেশমন্ত্রী ভাল মানুষ। একজন দক্ষ আমলা ছিলেন। আগে বাইরে থেকে কেউ এলে রাজ‍্যের একটি তালিকা ছিল। তখন মোদী-শাহের রাজ‍্য থেকে কী ভাবে পাকিস্তানে তথ্য যেত?”

বিজেপি (BJP) বিধায়কেরা মোদী-মোদী স্লোগান তোলেন, মমতা তারই মধ্যে বলেন, “আপনার মন্ত্রী, আপনার এবং সেনাবাহিনীকে বিদেশে পাঠানো উচিত ছিল। আপনি যা করতে পারেননি, বিরোধীরা তা করেছে। ভোট এলেই ‘পুলওয়ামা’ যেন করতে না হয়! দেশকে নিরাপত্তা দিতে পারেননি। আপনি আমাকে হিন্দু ধর্ম শেখাচ্ছেন? রামকৃষ্ণ, গান্ধীজির হিন্দু ধর্ম মানি। আপনাদের মতো ‘ফেক’ ধর্ম নয়।”

শুভেন্দুকে মমতা বলেন, “আপনাকে দেখে মনে হয় কিছু জানেন না। আমি প্রশ্ন করব। কারণ, দেশের নীতির প্রশ্ন। কাল যখন ক্ষমতায় থাকবে না, তখন দেখবেন আপনাদের চেপে ধরেছে। কেন্দ্রীয় সরকারের ব‍্যর্থতায় হয়েছে। পুলওয়ামার পর রাজ‍্যপাল কথা বলেছিলেন। আমরা সিঁদুরকে সম্মান করি। আপনি মহিলাদের সম্মান করেন না। সিঁদুর নিয়ে প্রচার করে বেড়ান। যেখানে হামলা হয়েছে, কেন প্রধানমন্ত্রী যাননি? শুধু বাজার করে বেড়াচ্ছে! আপনি নিজে লড়াই করেননি। আমাদের ঘরের ছেলেদের লড়াই করতে পাঠিয়েছেন।” আরও বলেন, “আমি ইগনোর করি আপনাকে (বিরোধী দলনেতা)। সবাইকে অসম্মান করবেন না। আমি জন্মভূমিকে শ্রদ্ধা জানাই। কিছু মানুষ দেশকে ভালবাসে। কেউ কেউ নিজের মার্কেটিং করতে ভালবাসেন।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen