দিল্লির পর বিহারেও ভোট দেওয়ার অভিযোগ BJP নেতাদের বিরুদ্ধে, প্রশ্ন কমিশনের ভূমিকায়

November 7, 2025 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.০০: একই বছর দুই আলাদা আলাদা রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোট দিচ্ছেন বিজেপি নেতারা! অভিযোগ, ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ায় পর নভেম্বরে ফের বিহার ভোটেও ভোটাধিকার প্রয়োগ করেছেন গেরুয়া নেতারা। বৃহস্পতিবার ছিল বিহারের প্রথম দফার নির্বাচন। সেখানেই ঘটল এই কান্ড! যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতারা।

আপ নেতা সৌরভ ভরদ্বাজ X হ্যান্ডলে একটি পোস্ট করে অভিযোগ করেছেন, রাকেশ সিনহা নামের এক বিজেপি নেতা গত ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা নির্বাচনে ভোট দেন। আবার বৃহস্পতিবারও তাঁকে ভোট দিতে দেখা গিয়েছে। বিজেপি নেতার দুই রাজ্যে ভোট দেওয়ার দু’টি আলাদা ছবিও শেয়ার করেছেন সৌরভ।

রাকেশের দাবি, তিনি যখন দিল্লিতে ভোট দিয়েছিলেন, তখন সেখানকার ভোটার ছিলেন। তারপর তিনি বিহারের ভোটার হিসেবে নাম পরিবর্তিত করে নিয়েছেন। মানহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ রাকেশ। শুধু রাকেশের বিরুদ্ধেই নয়। বিরোধীদের অভিযোগ, বিজেপির দিল্লি পূর্বাচল মোর্চার সভাপতি সন্তোষ ওঝা ও দলীয় কর্মী নগেন্দ্র কুমারকেও দিল্লির পরে বিহারে ভোট দিতে দেখা গিয়েছে।

প্রসঙ্গত, দেশের বিরোধী দলনেতা সাংসদ রাহুল গান্ধী বুধবার অভিযোগ করেন, ২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোটচুরি হয়েছে। তাঁর দাবি, ব্রাজিলের এক মডেলের ছবি ভোটার তালিকায় মোট ২২টি নামের সঙ্গে ব্যবহৃত হয়েছে। তারপরই এমন খবর সামনে আসতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেল। দেশের মুখ্য নির্বাচন কমিশনার দাবি করেছিলেন, বিহারে SIR সম্পূর্ণ সফল হয়েছে। তারপরেও এমন ঘটনার আরও অনেক সওয়াল উঠছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen