কুম্ভ মেলায় মৃত্যুর ঘটনা নিয়ে আজ সংসদে আলোচনা চাইছে বিরোধীরা

মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃতদের একের পর এক দেহ ফেরত যাচ্ছে বিভিন্ন রাজ্যে।

February 3, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃতদের একের পর এক দেহ ফেরত যাচ্ছে বিভিন্ন রাজ্যে। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের অভিযোগ, উপযুক্ত ময়নাতদন্ত না করেই দেহ ফেরত পাঠানো হচ্ছে, যাতে দুর্ঘটনায় মৃত্যুর দায় উত্তরপ্রদেশ সরকার ঝেড়ে ফেলতে পারে। হৃদরোগে আক্রান্ত হয়ে বা অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে বলে চালিয়ে দিতে পারে। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, প্রকৃত হতাহতের সংখ্যা এতই বেড়ে চলেছে যে, তাকে আড়াল করার জন্য চেষ্টা চালাচ্ছে যোগী আদিত্যনাথ সরকার।

এদিকে কুম্ভ মেলায় মৃত্যুর ঘটনা নিয়ে সংসদে আলোচনার দাবিতে রাজ্যসভায় ‘মুলতুবি প্রস্তাবে’র নোটিস দিল বিরোধীরা। আজ সোমবার এই বিষয়ে আলোচনার দাবিতে সরব হবে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, আরজেডির মতো দল। প্রশ্নোত্তর পর্ব হোক বা অন্য বিষয়, সভার যাবতীয় কাজ সরিয়ে রেখে কুম্ভ নিয়ে আলোচনা করতে হবে বলেই নোটিস জমা করা হয়েছে। যদিও বিজেপি শাসিত উত্তরপ্রদেশের ঘটনায় অস্বস্তি এড়াতে তাদের দেওয়া নোটিসে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকার রাজি হবেন না বলেই বিরোধীরা একপ্রকার নিশিত। চাপ বাড়াতে তারা বিজেপিরই এক অস্ত্র কাজে লাগাবে বলেই ঠিক করেছে। গত বছর ২৭ জুলাই দিল্লির এক কোচিং সেন্টারে এক দুর্ঘটনায় তিন ছাত্রের মৃত্যু হয়েছিল। ২৯ জুলাই বিজেপির দেওয়া নোটিসে এই বিষয়ে রাজ্যসভায় আলোচনা হয়েছিল। অনুমোদন করেছিলেন ধনকার।

তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনের বক্তব্য, “আমরা বলব, এই নোটিস গ্রহণ করে আমাদের আলোচনা করতে দিতে হবে। কারণ এর আগে জুলাই মাসে দিল্লিতে তিন জন ছাত্রের মৃত্যুর পরে বিজেপির সাংসদেরা যখন এই একই নোটিস দিয়েছিলেন, তখন তা গ্রহণ করে বিষয়টি নিয়ে স্বল্পমেয়াদি আলোচনার অনুমতি দিয়েছিলেন চেয়ারম্যান। শাসকদল চাইলে পাবে আর বিরোধীরা পাবে না, এ কেমন কথা!”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen