মুসলিমদের গাজার মতো ‘পাঠ’ শেখানোর নিদান! শুভেন্দুকে ‘হবু হিটলার’ কটাক্ষ করে গ্রেপ্তারের দাবি তৃণমূলের

December 27, 2025 | 2 min read

Authored By:

Proteem Basak Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫০: ফের বিতর্কে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অভিযোগ, শুভেন্দু মন্তব্য করেছেন যে, ইজরায়েল যেভাবে গাজাকে ‘শিক্ষা’ দিয়েছে, ভারতেরও উচিত মুসলিমদের সেভাবেই পাঠ শেখানো। এই মন্তব্যের প্রেক্ষিতেই আজ সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ শানাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (TMC)।

শনিবার তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল X (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে একটি পোস্টে বিজেপিকে ‘ঘৃণা ও অসহিষ্ণুতার শিল্পী’ বলে কটাক্ষ করা হয়েছে। শুভেন্দু অধিকারীকে সরাসরি আক্রমণ করে তৃণমূল দাবি করেছে, বিরোধী দলনেতা ফের তাঁর ‘ফ্যাসিবাদী দাঁত-নখ’ বের করেছেন।

তৃণমূলের ওই পোস্টে লেখা হয়েছে, শুভেন্দু অধিকারীর এই মন্তব্য আসলে ‘গণহত্যা’ এবং ‘জাতিগত নিধনে’র (Ethnic Cleansing) ডাক দেওয়ার শামিল। শাসক দলের অভিযোগ, বিরোধী দলনেতা প্রকাশ্যে এমন বিদ্বেষমূলক মন্তব্য করা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

পোস্টে প্রশ্ন তোলা হয়েছে, “এত বড় উসকানিমূলক মন্তব্যের পরেও কেন কোনও এফআইআর (FIR) দায়ের হলো না? কেন তাঁকে গ্রেপ্তার করা হলো না বা তাঁর বিরুদ্ধে ইউএপিএ (UAPA) ধারা প্রয়োগ করা হলো না?” শুভেন্দুকে ‘হবু হিটলার’ বলেও কটাক্ষ করা হয়েছে ওই পোস্টে।

সামনেই নির্বাচন, আর সেই প্রেক্ষিতে রাজনৈতিক সমীকরণের কথাও মনে করিয়ে দিয়েছে তৃণমূল। পোস্টে সতর্ক করে বলা হয়েছে, “মুসলিম ভোট টানতে তিনি যখন হুমায়ুন কবিরকে টোপ হিসেবে সামনে আনবেন, তখন এই বক্তব্যটি মনে রাখবেন! এই মুখটি মনে রাখবেন!”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen