শপথ নেওয়ার পরেই মমতাকে শুভেচ্ছা বার্তা বিরোধী দলের নেতাদের

এর আগে ২ মে ফলাফল ঘোষণার সাথে সাথেই জয়ের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী সহ সমস্ত বিরোধী দলের নেতারা। তাঁদের মধ্যে ছিলেন ওমর আব্দুল্লাহ, মেহবুবা মুফতি, শরদ পাওয়ার, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব। মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা টুইটে তাঁদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপণ করেছেন।

May 5, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

নবান্ন দখলের লড়াই শেষ। ফের এক বার বাংলার মানুষের রায়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শপথানুষ্ঠানের পরেই টুইট করে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা দিলেন দেশের বিভিন্ন বিরোধী দলের নেতারা।

মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে হ্যাট্রিক করার জন্যে অভিনন্দন জানিয়েছেন সমাজবাদী পার্টির মুখ্য অখিলেশ যাদব। প্রার্থনা করেছেন তাঁর নেতৃত্বে বাংলায় সুখ, শান্তি বজায় থাকবে।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন।

টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দিদি’ বলেই সম্বোধন করে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্যে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেত্রী সুস্মিতা দেবও

এর আগে ২ মে ফলাফল ঘোষণার সাথে সাথেই জয়ের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী সহ সমস্ত বিরোধী দলের নেতারা। তাঁদের মধ্যে ছিলেন ওমর আব্দুল্লাহ, মেহবুবা মুফতি, শরদ পাওয়ার, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব। মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা টুইটে তাঁদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপণ করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen