রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিরোধীরা

মঙ্গলবার তৃণমূল বিবৃতি দিয়ে মোদী সরকারকে নিশানা করেছে।

April 9, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিরোধীরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নয়া অর্থবর্ষ শুরু হতেই রান্নার গ্যাসের দাম বাড়ল। সিলিন্ডার পিছু ৫০ টাকা করে দাম বেড়েছে। যা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। মোদী সরকারকে ‘জনবিরোধী’ আখ্যা দিয়ে আন্দোলনে নামছে বাংলার শাসক দল। মঙ্গলবার তৃণমূল বিবৃতি দিয়ে মোদী সরকারকে নিশানা করেছে।

উজ্জ্বলা যোজনার প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা, সাংসদ সুস্মিতা দেব ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা উজ্জ্বলা যোজনার চিত্র তুলে ধরেন। তৃণমূলের বক্তব্য, পয়লা বৈশাখের আগে মোদী সরকারের ‘উপহার’ রান্নার গ্যাসে ৫০ টাকা বৃদ্ধি।
তৃণমূলের মতে, ৫০ টাকা দাম বৃদ্ধির জেরে সাধারণ মানুষ আরও বিপাকে পড়ল।

তৃণমূল নেতৃত্বের দাবি, ২০২২-২৩ সালের তথ্য অনুযায়ী উজ্জ্বলা যোজনায় ৯ কোটি ৫৮ লক্ষ মহিলার নাম অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে ১ কোটি ১৮ লক্ষ মহিলা একবারের জন্যও গ্যাস সিলিন্ডার পাননি! আর ১ কোটি ৫১ লক্ষ মহিলা সারা বছরে মাত্র একটি সিলিন্ডার পেয়েছেন। অন্যরা সারা বছরে মাত্র চারটি গ্যাস সিলিন্ডার পেয়েছেন। কেন্দ্রের উজ্জ্বলা যোজনা কার্যত মুখ থুবড়েই পড়েছে। মোদী সরকারের একাধিক জনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধেও সরব হয়েছে তৃণমূল। ন’শোর বেশি ওষুধের দাম বেড়েছে, স্বাস্থ্য বিমায় জিএসটি চেপেছে ১৮ শতাংশ ইত্যাদি বিষয়েও সরব হয়েছে বাংলার শাসক দল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen