শাহের মতে ইংরেজি বলা লজ্জার! ক্ষোভ উগড়ে দিলেন বিরোধীরা

অমিত শাহের এহেন মন্তব্য সম্ভবত বাইরের কোনওরকম চাপ ও নির্দেশের কারণে মূলধারার সংবাদমাধ্যম হয় এহেন মন্তব্য চেপে গিয়েছে

June 20, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০১: বৃহস্পতিবার বই প্রকাশের এক অনুষ্ঠানে গিয়ে একটি মন্তব্য করে ভাষা করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ইংরেজিতে (English) কথা বলেন যারা একদিন তারা লজ্জিত হবে। মন্ত্রীর ভাষায়, “আমাদের দেশ, সংস্কৃতি, ইতিহাসকে বুঝতে কোনও বিদেশি ভাষা সহায়ক হতে পারে না। আমি জানি লড়াইটা কত কঠিন। কিন্তু আমি এটাও জানি, ভারতীয় সমাজ জিতবে।” তিনি আরও বলেন, “আমাদের দেশ, সংস্কৃতি, ইতিহাসকে বুঝতে কোনও বিদেশি ভাষা সহায়ক হতে পারে না। আমি জানি লড়াইটা কত কঠিন। কিন্তু আমি এটাও জানি, ভারতীয় সমাজ এটা জিতবে। আমরা আমাদের ভাষাতেই দেশ চালাব।”

আর শাহর এই মন্তব্য নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। এই প্রসঙ্গে বৃহস্পতিবারই তৃণমূলের সাংসদ ও রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন “ভারতে ৯৭ শতাংশ মানুষ ২২টি সংবিধান স্বীকৃত ভাষার মধ্যে কোনো একটি ভাষাকে মাতৃভাষা হিসেবে ব্যবহার করেন। ২০১৮ সালের এক আদমশুমারির বিশ্লেষণ অনুযায়ী, ভারতে ১৯,৫০০-র বেশি ভাষা ও উপভাষা মাতৃভাষা হিসেবে ব্যবহৃত হয়। এটাই হল আমাদের দেশের “বৈচিত্র্যের মাঝে ঐক্য”। কিন্তু এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য অমিত শাহের পক্ষে বোঝা সম্ভব নয়।”

রাজনৈতিক বিশ্লেষক তেহসিন পুনাওয়ালার (Tehseen Poonawalla) কথায়, “ICC র চেয়ারম্যান জয় শাহ কোন ভাষায় কথা বলেন? বিজেপি নেতাদের সন্তানরাও তো ইংরেজী মাধ্যম স্কুলে পড়াশোনা করে. ইংরেজী শিক্ষা যখন আমাদের এগোতে সাহায্য করছে, তখন এই বিতর্ক অর্থহীন।”

সিপিএম সংসদ জন ব্রিটাস (John Brittas) লিখেছেন, “এই দেশে, যারা ইংরেজিতে কথা বলেন, তারা শীঘ্রই লজ্জিত বোধ করবেন – এমন একটি সমাজ গঠন হওয়ার আর দেরি নেই” – কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এহেন মন্তব্য জনমানসে তীব্র বিতর্কের সৃষ্টি করবে। সম্ভবত বাইরের কোনওরকম চাপ ও নির্দেশের কারণে মূলধারার সংবাদমাধ্যম হয় এহেন মন্তব্য চেপে গিয়েছে, নয়তো খুব কম সম্প্রচার করেছে। কারণ, এই মন্তব্য থেকে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। এমন লজ্জাজনক আত্মসমর্পণ ও বেছে বেছে করা সম্প্রচারের পরে কি আমরা এখনও সংবাদমধ্যনের স্বাধীনতা নিয়ে গলা ফাটাব?!!!

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ইংরেজি কোনও বাঁধ নয়, এটি একটি সেতু। ইংরেজি শেখা লজ্জাজনক নয়, এটি মানুষের ক্ষমতায়ন করে। ইংরেজি কোনও শৃঙ্খল নয় — এটি শৃঙ্খল ভাঙার একটি হাতিয়ার। বিজেপি-আরএসএস চায় না ভারতের গরীব শিশুরা ইংরেজি শিখুক – কারণ ওরা চায় না যে শিশুরা ওদের কোন প্রশ্ন করুক, ভবিষ্যতে এগিয়ে যাক।

উল্লেখ্য, তামিলনাড়ু-সহ দক্ষিণের রাজ্যগুলি কেন্দ্রের বিজেপি সরকারের (BJP Govt) বিরুদ্ধে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের অভিযোগ তুলেছেন যে, নয়া শিক্ষানীতি (এনইপি বা নেপ)-র মাধ্যমে হিন্দি ভাষা চাপানোর চেষ্টা করছে কেন্দ্র। এই বিতর্কের মাঝেই স্বরাষ্ট্র মন্ত্রী অবশ্য জানিয়েছিলেন, তাঁর মন্ত্রক ডিসেম্বর মাস থেকে রাজ্যগুলির সঙ্গে আঞ্চলিক ভাষাতেই যোগাযোগ করবে। তারপর তার এই মন্তব্য সাধারণ মানুষের বলা ভাষার ওপর হস্তক্ষেপের বিষয়টি আরও উসকে দিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen