লাদাখ-প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে কুলুপ, বিরোধীদের তোপ

অভিযোগ চিনা সেনা লাদাখের ৬০ বর্গকিমি দখল করেছে। নেপাল ভারতের মানচিত্র বদলেছে। চিনা আগ্রাসন নিয়ে কেন্দ্রের কী অবস্থান? কিছুই বললেন না শাহ!’

June 10, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

ভার্চুয়াল ‘জনসভা’য় এক বছর আগের সার্জিক্যাল স্ট্রাইকের ‘সাফল্যে’ মুখর হলেও লাদাখ নিয়ে রা কাড়লেন না অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর এই নীরবতাকে নিশানা করে দেশের সুরক্ষা নিয়ে সরব হল বিরোধী পক্ষ। রাহুল গান্ধী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, সোমেন মিত্র থেকে মহম্মদ সেলিম— সবারই প্রশ্ন, লাদাখে ঠিক কী হয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রীর কেন মুখে কুলুপ?

মঙ্গলবার এই ভার্চুয়াল সভার ঘণ্টাখানেক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে শাহের উদ্দেশে লেখেন, ‘মাননীয় অমিত শাহজি এই সঙ্কটের সময় বাংলা আপনাকে কিছু বলতে শোনেনি। কিন্তু আশা করব আপনি আজ অন্তত এক মিনিট ব্যয় করুন। উত্তর দিন যে, চিন আমাদের ভূমির অংশ দখল করেছে কি না?’ অমিত তাঁর ভাষণে ‘ভাতিজাগেট’ বলে অভিষেককে নিশানা করলেও ডায়মন্ড হারবারের সাংসদের লাদাখ-প্রশ্নের কিন্তু উত্তর দেননি।

লাদাখ নিয়ে সোমবার রাতেই টুইটারে কেন্দ্রকে নিশানা করেছিলেন রাহুল গান্ধী। কেন্দ্র চুপ থাকলেও দেশের সেনাকর্তা ও সেনাবাহিনী প্রকৃত সত্য জানেন বলে মন্তব্য করেছিলেন তিনি। রাহুলের কথায়, ‘সত্যকে চেপে রাখার চেষ্টা হলেও ভারতীর সেনাবাহিনীর অফিসার ও জওয়ানরা জানেন ঠিক কী ঘটছে।’ এই প্রেক্ষাপটে অমিত শাহ এক বছর আগের সার্জিক্যাল স্ট্রাইকের ‘সাফল্য’ নিয়ে মুখর হলেও লাদাখ-প্রশ্নে নীরব থাকায় বিরোধীপক্ষ ফের তোপ দেগেছে। অমিতের সভা শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের মন্তব্য, ‘স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সুরক্ষা নিয়েই কিছু বললেন না! অভিযোগ চিনা সেনা লাদাখের ৬০ বর্গকিমি দখল করেছে। নেপাল ভারতের মানচিত্র বদলেছে। চিনা আগ্রাসন নিয়ে কেন্দ্রের কী অবস্থান? কিছুই বললেন না শাহ!’

লাদাখ

এক বছর আগে কী ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্তে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইকে জঙ্গিদের খতম করা হয়েছিল, তার ফলাও বর্ণনা দিয়েছেন অমিত। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ‘আগের সরকারের সময়ে জঙ্গিরা হামলা চালিয়ে চলে যেত। কিন্তু পুলওয়ামার পরেই নরেন্দ্র মোদী দৃঢ় সিদ্ধান্ত নেন। পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইকে জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়। অতীতে কখনও যা হয়নি।’ কিন্তু লাদাখ নিয়ে কেন একটি শব্দও উচ্চারণ করলেন না অমিত–সে প্রশ্ন তুলে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের কটাক্ষ, ‘উনি তো ভার্চুয়াল সভা করছেন। ভার্চুয়াল জগতেই রয়েছেন। বাস্তবে থাকলে প্রথমেই উত্তর দিতেন, যে চিন ভারতের ভূখণ্ড দখল করেছে কি না?’ সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমের মন্তব্য, ‘পাকিস্তানের বিরুদ্ধে মোদীজি ৫৬ ইঞ্চি। চিনের বিরুদ্ধে ৬ ইঞ্চি! আসলে পাকিস্তান নিয়ে হিন্দু-মুসলিম রাজনীতি করা যায়। চিনে সে সুযোগ নেই। আমরা সীমান্তে উত্তেজনা চাই না। কিন্তু আলোচনার টেবিলেও তো ভারত তার দাবি জোরালো ভাবে তুলে ধরতে পারছে না।’

বিজেপির রাজ্যসভা সাংসদ স্বপন দাশগুপ্ত অবশ্য বলছেন, ‘সব কিছুর একটা জায়গা আছে। এটা বাংলা নিয়ে জনসভা ছিল। সেখানে লাদাখ, চিন এগুলো কি প্রাসঙ্গিক? লাদাখ নিয়ে ঠিক জায়গায় উনি উত্তর দেবেন।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen