বৃহস্পতিবার মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সংসদ প্রাঙ্গনে ধরনায় বসছে INDIA জোটের সাংসদরা
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বিরোধী রাজনৈতিক দলগুলি দিল্লিতে ধরনায় বসবে।
August 7, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মূল্যবৃদ্ধি নিয়ে নাভিশ্বাস উঠেছে দেশবাসীর। মোদী সরকার মূল্যবৃদ্ধি রোধে ব্যর্থ অভিযোগ দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির। এবার তারা এই বিষয়ে সরাসরি ধরনায় নামছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল ১০:৪৫ নাগাদ সংসদ প্রাঙ্গনে বিরোধী রাজনৈতিক দলগুলি ধরনায় বসবে।
প্রসঙ্গত, INDIA জোটের দলগুলির যে বৈঠক হওয়ার কথা ছিল, সেটি আপাতত স্থগিত থাকছে বলে জানা যাচ্ছে।