রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে একজোট হয়ে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনল বিরোধীরা

ভারতের প্রায় আটটি রাজনৈতিক দল দেশের প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে রাজ্যসভার গরিমা নষ্ট করার অভিযোগ তুলল।

December 15, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ফের একবার রাজ্যসভার গরিমা নষ্ট করার অভিযোগ উঠল দেশের প্রাক্তন বিচারপতি তথা রাজ্যসভার সাংসদ রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে।


অবসর গ্রহণের পরে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে পুনর্বাসন দিয়ে রাজ্যসভার সাংসদ করে নিয়ে এসেছে বিজেপি। সাংসদ হওয়ায় পর থেকেই বারবার বেফাঁস মন্তব্য করে বিতর্ক জড়িয়েছেন রঞ্জন গগৈ। তাঁর বিরুদ্ধে বারবার সরব হয়েছে বিরোধীরা।


আজ সংসদে ফের একবার রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌথভাবে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন এনসিপির রাজ্যসভার সাংসদ বন্দনা চ্যাভন, ড:ফৌজিয়া খান, এবং সিপিআই সাংসদ বিনাও ভিশ্বম।


প্রসঙ্গত, তৃণমূল, কংগ্রেস, সমাজবাদী পার্টি, শিবসেনা, সিপিআইএম, আইইউএমএল প্রভৃতি রাজনৈতক দলের সাংসদেরা এর আগেও রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে একাধিকবার স্বাধিকার ভঙ্গের নোটিশ দায়ের করেছেন। সাম্প্রতিক সময়ে নানান টেলিভিশন চ্যানেলে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে রঞ্জন গগৈয়ের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধেই তাঁরা স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনেছেন। এই পর্যন্ত ভারতের প্রায় আটটি রাজনৈতিক দল দেশের প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে রাজ্যসভার গরিমা নষ্ট করার অভিযোগ তুলল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen