জাতীয় পতাকা কাণ্ডে জয় শাহের আক্রমণ শানালেন বিরোধীরা

বিরোধী দলের নেতা-নেত্রীরা সমালোচনা সরব হয়েছেন।

August 30, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

স্বাধীনতার ৭৫ বছরে অমৃত মহোৎসব পালন করছে মোদী সরকার। হর ঘর তেরঙ্গা কর্মসূচি নিয়ে ঘরে ঘরে জাতীয় পতাকা তোলার ডাক দিয়েছিলেন মোদী-শাহ। সেই মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তথা অঘোষিত নম্বর ২ অমিত শাহের ছেলে জয় শাহই জাতীয় পতাকা হাতে নিতে অস্বীকার করলেন! দুবাইয়ে রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এশিয়া দখলের লড়াই শুরু করল ভারত। সেই সময় জাতীয় পতাকা নিতে অস্বীকার করেন শাহ-পুত্র। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, যা ঘিরেই ইতিমধ্যেই দেশজুড়ে বিতর্ক চলছে। বিরোধী দলের নেতা-নেত্রীরা সমালোচনা সরব হয়েছেন।

ভিডিওতে দেখা যায়, ভারতের জয়ের আনন্দে ভেসে যাচ্ছে গোটা মাঠ, সেই সময় বিসিসিআইয়ের সচিব জয় শাহের দিকে এক ব্যক্তিকে জাতীয় পতাকা এগিয়ে দিতে দেখা যায়। তা নিতে অস্বীকার করেন শাহ-পুত্র। বিরোধী নেতা-নেত্রীরা সমাজ মাধ্যমে ওই ভিডিও শেয়ার করে, জয় শাহের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন। 

জয় শাহকে বিঁধতে টুইটে আক্রমণ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেয়ো রোডে ছাত্র পরিষদের মঞ্চ থেকেই সুর চড়িয়ে অভিষেক বলেন, বিজেপি একদিকে দেশপ্রেমের কথা বলছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জাতীয় পতাকা নিতে চাইছেন না। জাতীয় পতাকাকে অবমাননা করার জন্যে অভিষেক দাবি করেন, অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিন, নয়তো জয় শাহকে ত্যাজ্যপুত্র ঘোষণা করুন। বিসিসিআইয়ের পদ থেকে জয় শাহের অপসারণের দাবিতেও সরব হন তিনি। অন্যদিকে কংগ্রেস নেতা অজয় কুমার স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ব্যাঙ্গ-বিদ্রুপের সুরে বলেন, পলিয়েস্টারের নয় জাতীয় পতাকাটি খাদির ছিল।

শিবসেনার রাজ্যসভার সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদীর সাফ প্রশ্ন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট পদে থেকে নিরপেক্ষতা বজায় রাখার জন্যে নিজের দেশের জাতীয় পতাকাকে অসম্মান করবেন? সেই সঙ্গেই তিনি অভিযোগ করেন, দেশের প্রতি সংকল্প ও আনুগত্যের প্রতীক হাতে নিতে অস্বীকার করার মাধ্যমে জয় শাহ ১৩৩ কোটি দেশবাসীকে অপমান করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen