দার্জিলিঙে কমলা সতর্কতা! আগামী ৪৮ ঘণ্টায় কোচবিহার ও জলপাইগুড়িতে জারি অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭.৩৫: আরও দুর্যোগ অপেক্ষা করছে উত্তরবঙ্গের জন্য? উত্তরবঙ্গে ফের ভয়াবহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। রবিবার আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কোচবিহার (Cooch Behar) ও জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতা। দার্জিলিং জেলায় (Darjeeling) কমলা সতর্কতা জারি করা হয়েছে।
কোচবিহার ও জলপাইগুড়িতে একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। বন্যা, ভূমিধস এবং রাস্তা ও ঘরবাড়ি ক্ষতির আশঙ্কা রয়েছে। উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে তিস্তা, তোর্সা, রায়ডাক ও জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
শনিবার রাত থেকে জলপাইগুড়ি, কোচবিহার এবং দার্জিলিং জেলার একাধিক এলাকায় অতি ভারী বৃষ্টি হয়েছে।
কী বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস?
৬ অক্টোবর আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৭ অক্টোবর মালদহ ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে।
৮ অক্টোবর উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
৯ থেকে ১১ অক্টোবর একাধিক জেলায় হালকা বৃষ্টি-ঝড় হতে পারে।
উল্লেখ্য, শনিবার রাত থেকে বৃষ্টির জেরে বেহাল অবস্থা উত্তরবঙ্গের। দার্জিলিংয়ের মিরিকে ভূমিধস নেমেছে। দুর্যোগে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭ জনের। ভূমিধসের জেরে অবরুদ্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। দার্জিলিং থেকে শিলিগুড়িগামী রাস্তা বন্ধ। মৌসম ভবন সূত্রের খবর, সোমবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের প্রতিটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।