৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও অর্কিড চাষ! দিশা দেখাচ্ছে জলপাইগুড়ি

চারা বসানোর এক বছরের মধ্যেই ফুল হচ্ছে। অর্কিড চাষে উৎসাহ দিতে ভর্তুকিও দিচ্ছে সরকার।

August 4, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রঙ-বেরঙের অর্কিড চাষ হচ্ছে জলপাইগুড়িতে। ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও যে অর্কিড চাষ হতে পারে, তা দেখিয়ে দিয়েছে রাজ্য। জলপাইগুড়ির মোহিতনগর, বন্ধুনগর, জটিয়াকালিতে গ্রিন হাউসে উদ্যানপালন দপ্তরের উদ্যোগে নানা প্রজাতির অর্কিডের চাষ হচ্ছে। থাইল্যান্ড থেকে চারা এনে, বিশেষ প্রযুক্তিতে চাষ করে; চারা বড় করে চাষিদের দেওয়া হচ্ছে। চারা বসানোর এক বছরের মধ্যেই ফুল হচ্ছে। অর্কিড চাষে উৎসাহ দিতে ভর্তুকিও দিচ্ছে সরকার। চারা ও গ্রিন হাউস তৈরির জন্য ৫০ শতাংশ ভর্তুকি দেওয়া হচ্ছে।

গরম সহনশীল জাতের অর্কিড থাইল্যান্ড থেকে নিয়ে এসে চাষ করা হচ্ছে। ৩০-৩৫ ডিগ্রি তাপমাত্রাতেও ফুল ফুটছে। উত্তর-পূর্ব ভারতে অর্কিডের চাহিদা রয়েছে। একটি স্টিক ২৫ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়। টব সমেত একটি অর্কিড গাছ বিক্রি হয় ১০০ থেকে ৩০০ টাকায়। চাষ করে লাভের সুযোগ থাকছে। অর্কিড চাষের সুবিধা হল, অনেকদিন পর্যন্ত ফুল থেকে যায়। ফলে ফুল পচে যাওয়ার আশঙ্কা কম থাকে।

উদ্যানপালন বিশেষজ্ঞরা চল্লিশেরও বেশি প্রজাতির অর্কিড নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। ভ্যান্ডা, ডেনড্রোবিয়াম, ক্যাটেলিয়া, মোকরা ইত্যাদি প্রজাতির অর্কিড জলপাইগুড়িতে খুব ভালো হচ্ছে। থাইল্যান্ড থেকে অর্কিডের ছোট টিস্যু কালচার চারা নিয়ে আসা হচ্ছে। তারপর গ্রিন হাউসে চারা বড় করছে উদ্যানপালন দপ্তর। ফুল আসতে কিছুদিন বাকি থাকতে তা চাষিদের দেওয়া হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen