কীভাবে উত্‍পত্তি হল দেবী কালিকার?

গৃহস্থ বাড়িতে সাধারণত ব্রাহ্মণ মতে মা কালীর পুজো দেখা যায়। একদা দেবীকে সন্তুষ্ট করতে পশু রক্ত বা পশু বলি করে উত্‍সর্গ করা হয়। জমিদার বাড়িতে ছাগ বা মহিষ বলি দেওয়া হত।

October 24, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

পৌরাণিক যুগে শুম্ভ এবং নিশুম্ভ নামক দুই দৈত্য মর্তজুড়ে ভয়ঙ্কর ত্রাসের সৃষ্টি করেছিল। দেবতারাও এই দুই দৈত্যের কাছে আত্মসমর্পণ করে। দেবলোক তাদের হাতছাড়া হয়ে যায়, তখন দেবরাজ ইন্দ্র দেবলোক ফিরে পাওয়ার জন্য আদ্যশক্তি মা মহামায়ার আরাধনা করতে থাকেন। তখন দেবী সন্তুষ্ট হয়ে আবির্ভূত হন এবং দেবীর শরীর কোষ থেকে অন্য এক দেবী সৃষ্টি হয় যা কৌশিকী নামে পরিচিত। দেবী কৌশিকী মা মহামায়া দেহ থেকে নিঃসৃত হয়ে কালো বর্ণ ধারণ করেন, যা দেবী কালীর আদিরূপ বলে ধরা হয়। সেই কারণেই দেবী কালিকার বর্ণ কালো।

কালীপুজোর বিভিন্ন পদ্ধতি তান্ত্রিক পদ্ধতিতে মধ্যরাত্রে অর্থাত্‍ অমাবস্যার রাত্রে মন্ত্র উচ্চারণের মাধ্যমে কালী পুজো করা হয়। গৃহস্থ বাড়িতে সাধারণত ব্রাহ্মণ মতে মা কালীর পুজো দেখা যায়। একদা দেবীকে সন্তুষ্ট করতে পশু রক্ত বা পশু বলি করে উত্‍সর্গ করা হয়। জমিদার বাড়িতে ছাগ বা মহিষ বলি দেওয়া হত। কিন্তু বর্তমানে পশু বলি প্রায় বন্ধ বললেই চলে। প্রাচীন কালে ডাকাতের দল নরবলির মাধ্যমে কালী পুজো করত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen