ভবানীপুরে বহিরাগতদের ভরছে, ভোটারদের তাড়ানো হচ্ছে: স্থানীয় তৃণমূল নেতৃত্বকে সতর্ক বার্তা মমতার

October 14, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩৬: উত্তরবঙ্গ থেকে নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের (BHAWANIPUR) জন্য সরাসরি বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার ভবানীপুরের বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি অভিযোগ করেন, “পরিকল্পনা করে ভবানীপুরকে বহিরাগতদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে।” তৃণমূলের স্থানীয় নেতৃত্বকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশও দেন তিনি।

দুর্গাপুজোর পর উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় মুখ্যমন্ত্রী সেখানেই রয়েছেন। তাই কলকাতার অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পেরে অডিও বার্তা পাঠান। সেই বার্তাতেই উঠে আসে ভবানীপুরের জনসংখ্যার পরিবর্তন নিয়ে তাঁর উদ্বেগ।

মমতার অভিযোগ, “আমি দেখছি অনেক জায়গায় গরিব মানুষের বস্তি ভেঙে ফেলে বড় বড় বাড়ি তৈরি হচ্ছে। আমি এটা সমর্থন করি না। আমাদের ভোটারদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। পরিকল্পনা করে ভবানীপুরকে বহিরাগতদের দিয়ে ভর্তি করা হচ্ছে।”

তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, যাঁরা বাংলায় থাকেন, কাজ করেন, তাঁদেরই তিনি ‘নিজের মানুষ’ বলে মনে করেন। কিন্তু যারা হঠাৎ বাইরে থেকে এসে টাকা খরচ করে জমি-বাড়ি কিনছে, তারপর স্থানীয় মানুষদের সরিয়ে দিচ্ছে, তারাই আসল বহিরাগত বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “যারা ওই ফ্ল্যাট কিনছে, তারা জল পাচ্ছে না, ড্রেনেজ সিস্টেম পাচ্ছে না। সবাইকে বুঝতে হবে, গরিব মানুষই আমাদের সম্পদ, তাদের নিয়েই রাজ্য চলবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen