বিধ্বস্ত বাংলাদেশ, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১০ লক্ষ মানুষ

অধিক বৃষ্টিপাতের জন্যই জলস্তর বৃদ্ধি পেয়েই এই ভয়ানক বন্যা।

July 16, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

ভয়ানক বন্যায় বিধ্বস্ত বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত প্রায় ১০ লক্ষ মানুষ। মঙ্গলবার থেকেই নিজেদের অপেক্ষাকৃত নিচু জায়গা ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিতে শুরু করেছেন গ্রামবাসীরা।

উত্তর, উত্তর-পূর্ব ও মধ্য বাংলাদেশ মিলিয়ে প্রায় ২০ টি জেলা বন্যা বিধ্বস্ত হয়েছে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের একজন ইঞ্জিনিয়ার।

প্রায় এক-তৃতীয়াংশ বাংলাদেশ ইতিমধ্যেই জলের তলায়। সুনামগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম এইসব অঞ্চল অধিক ক্ষতিগ্রস্ত হয়েছে।  

চাষের জমি জলের তলায়। নৌকায় চেপে উঁচু নিরাপদ স্থানে যাচ্ছেন এলাকাবাসীরা। ইতিমধ্যেই স্থানীয় কিছু বেসরকারী সংস্থা ত্রানের কাজ শুরু করেছে।

বাংলাদেশে মোট ২৩০ টি নদী রয়েছে। তার মধ্যে ভারতে নিজেদের গতিপথ বিস্তার করে রয়েছে ৫৩ টি। অধিক বৃষ্টিপাতের জন্যই জলস্তর বৃদ্ধি পেয়েই এই ভয়ানক বন্যা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen