মহারাষ্ট্রে শতাধিক বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গণতন্ত্রের ‘মৃত্যু’ বলছে বিরোধীরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: মহারাষ্ট্রে পুরসভা নির্বাচনের আগে বিজেপির রাজ্য সভাপতি রবীন্দ্র চাভান (Ravindra Chavan) শুক্রবার দাবি করেছেন, রাজ্যের নানা পৌরসভায় তাঁদের দলের ১০০ জন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুধু তাই নয়, তিনজন বিজেপি প্রার্থী নাকি বিনা লড়াইতেই পৌরসংস্থার সভাপতির পদে বসতে চলেছেন।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে চাভান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের নেতৃত্বের কারণেই নাকি ভোটগ্রহণের আগেই বিজেপির এমন ‘অভূতপূর্ব সাফল্য’। কিন্তু বিরোধী শিবিরের অভিযোগ, এই ধরনের পরিস্থিতি কোনও সুস্থ গণতন্ত্রে সম্ভব নয়। তাঁদের বক্তব্য, এটা জনগণের রায় নয়, বরং গণতন্ত্রের মৃত্যু, যেখানে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ক্ষমতা দখলের পথ তৈরি করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজেপি-শাসিত রাজ্যে যখন এমন ঘটনা ঘটে, তখন তারা তা “জনসমর্থনের প্রমাণ” হিসেবে তুলে ধরে। অথচ পশ্চিমবঙ্গ কিংবা অন্য কোনও বিরোধী-শাসিত রাজ্যে যদি এই রকম বিনা প্রতিদ্বন্দ্বিতার জয় হয়, তখন বিজেপিই প্রথম অভিযোগ তোলে সন্ত্রাস, প্রশাসনিক পক্ষপাত বা গণতন্ত্র ধ্বংসের। এই দ্বিচারিতা নিয়েই তীব্র সমালোচনার মুখে পড়েছে বিজেপি নেতৃত্ব।
মহারাষ্ট্রের এই ঘটনাকে অনেকেই গণতান্ত্রিক পরিবেশের জন্য বিপজ্জনক বলে মনে করছেন। তাঁদের মতে, ভোটারদের প্রার্থী বেছে নেওয়ার অধিকার কেড়ে নেওয়া হলে নির্বাচন প্রক্রিয়া কেবলমাত্র আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়ায়, আর সেটাই এখন বাস্তবে ঘটছে বলে অভিযোগ উঠছে।