Pakistan-Afghanistan Clash: পাক বাহিনীর হামলায় নিহত অন্তত ১২, আহত শতাধিক, দাবি তালিবানের

October 15, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৫:৩০: আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে ফের সামরিক উত্তেজনা। বুধবার সকালে আফগানিস্তানের (Afghanistan) পাকতিকা ও কান্দাহার প্রদেশে দু’দেশের সেনার মধ্যে তীব্র সংঘর্ষ হয়। কাবুলের স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, পাক বাহিনীর হামলায় অন্তত ১২ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

তালিবান প্রশাসনের দাবি, পাকিস্তানি সেনা (Pakistani Army) কান্দাহারের স্পিন বলডাক এলাকায় হামলা চালায়, যাতে সাধারণ নাগরিকরাও প্রাণ হারান। পরে আফগান বাহিনী ‘পাল্টা অভিযান’ চালিয়ে স্পিন বলডাক গেট দখল করে নিয়েছে বলে দাবি করেছে তারা।

আফগান বিদেশ মন্ত্রকের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ (Zabihullah Mujahid) জানান, পাকিস্তানি সেনার হামলায় কমপক্ষে ১২ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। তবে জবাবি হামলায় পাকিস্তানের কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

অন্যদিকে ইসলামাবাদের দাবি, আফগান বাহিনীই বিনা প্ররোচনায় খাইবার পাখতুনখোয়া প্রদেশে হামলা চালিয়েছে। এছাড়া আফগানিস্তানের পাকতিকা প্রদেশের তুরো এবং উরমুজ জেলায় সীমান্ত লাগোয়া কিছু এলাকায় দু’দেশের বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে বলে জানা গিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ডন’-এর দাবি, আফগান ট্যাঙ্ক ধ্বংস করেছে পাক বাহিনী। দু’দেশের মধ্যে এখনও অস্থির সীমান্ত পরিস্থিতি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen