Pakistan-Afghanistan ties: আত্মঘাতী হামলায় রক্তাক্ত পাক সেনাঘাঁটি, নিহত অন্তত ৭ জওয়ান

October 17, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৫:০০: ফের রক্তক্ষয়ী সংঘাত পাক সীমান্তে। আফগান সীমান্তে সংঘর্ষবিরতির মাঝেই ফের উত্তপ্ত হল পাকিস্তানের (Pakistan) উত্তর ওয়াজিরিস্তান (Waziristan)। খাইবার পাখতুনখোয়া প্রদেশে (Khyber Pakhtunkhwa) অবস্থিত একটি সেনাঘাঁটিতে শুক্রবার ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলা চালানো হয়। বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে সেনাঘাঁটির দেওয়ালে ধাক্কা মারে এক জঙ্গি, যার ফলে ঘটে প্রবল বিস্ফোরণ। এই ঘটনায় অন্তত সাত জন পাকিস্তানি সেনা সদস্যের মৃত্যু হয়েছে বলে রয়টার্স নিরাপত্তা সূত্রে জানা গিয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় আরও তিন জন জঙ্গি ঘাঁটিতে প্রবেশের চেষ্টা করে। নিরাপত্তারক্ষীদের গুলিতে তারা নিহত হয়। হামলায় আহত হয়েছেন অন্তত ১৩ জন সেনা। যদিও পাকিস্তানের সেনাবাহিনী (Pakistani Army) এখনও পর্যন্ত কোনও মৃত্যুর কথা স্বীকার করেনি। তাদের দাবি, সকল জঙ্গিকে ঘাঁটির বাইরে হত্যা করা হয়েছে এবং বাহিনীর কোনও ক্ষতি হয়নি।

পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যম পিটিভি নিউজ (PTV News) জানিয়েছে, আত্মঘাতী হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে। সেনার তৎপরতায় জঙ্গিরা ঘাঁটির ভিতরে প্রবেশ করতে পারেনি। তবে এই ঘটনার পর সীমান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

গত কয়েক দিন ধরেই আফগানিস্তানের সঙ্গে সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান (Pakistan)। বুধবার ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতি ঘোষিত হলেও শুক্রবার তা শেষ হওয়ার কথা ছিল। ইসলামাবাদের (Islamabad) দাবি, পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে তালিবানকে ভারত মদত দিচ্ছে। এই অভিযোগ উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি (New Delhi)। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, তারা আফগানিস্তানের পাশে রয়েছে এবং পাকিস্তান বরাবরই সন্ত্রাসবাদীদের মদত দিয়ে প্রতিবেশীদের দোষারোপ করে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen