Pakistan-Afghanistan Conflict: সংঘর্ষবিরতিতে রাজি পাকিস্তান এবং আফগানিস্তান

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,৯.১০: অবশেষে সংঘর্ষবিরতিতে রাজি হল পাকিস্তান এবং আফগানিস্তান। আজ, রবিবার সকালে কাতারের বিদেশ মন্ত্রক বিবৃতি জারি করে জানিয়েছে, সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। পাকিস্তান এবং আফগানিস্তান, দুই দেশের প্রতিনিধিদল কাতারের রাজধানী দোহায় শান্তি-বৈঠকে যোগ দিয়েছিল। শনিবার রাত পর্যন্ত আলোচনা চলে। অবশেষে
সংঘর্ষবিরতিতে সম্মত হয় দুই দেশ।
বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ। অন্য তরফে ছিলেন তালিবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মুল্লাহ্ মহম্মদ ইয়াকুব। কাতার (Qatar) ছাড়াও মধ্যস্থতাকারী দেশ হিসাবে শান্তি-বৈঠকে ছিল তুরস্ক। উল্লেখ্য, কাতার ও তুরস্ক, দুই দেশের সঙ্গেই পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। কাতারের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘‘পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে দোহায় সমঝোতা হয়েছে। কাতার আর তুরস্ক মধ্যস্থতা করেছে। দুই পক্ষই সংঘর্ষবিরতি এবং শান্তি স্থাপনের জন্য পদক্ষেপ করতে সম্মতি জানিয়েছে। আগামীতে এই সংঘর্ষবিরতিকে স্থায়ী করতে তারা আলোচনায় বসবে। দুই দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা যাতে নিশ্চিত হয়, তা দেখবে।’’
উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে সংঘর্ষ চলেছে। পাকিস্তানের অভিযোগ, আফগানরা সীমান্তে সন্ত্রাসবাদীদের মদত দেয় এবং পাকিস্তানের মাটিতে হামলা চালানোয় উস্কানি দেয়। আফগানিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে। বুধবার ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতিতে রাজি হয়েছিল দুই পক্ষ। শুক্রবার সংঘর্ষবিরতির মেয়াদ শেষ হলে ফের উত্তেজনা ছড়ায়। আফগানিস্তানের সীমান্তবর্তী পাকতিকা প্রদেশে পাকিস্তান হামলা চালায়। পাক হামলায় তিন ক্রিকেটার-সহ ১০ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানায় আফগানরা। এই ঘটনার প্রতিবাদে নভেম্বরে আসন্ন পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে আফগান ক্রিকেট বোর্ড। তবে আপাতত সীমান্ত সংঘর্ষবিরতিতে রাজি হল দুই দেশ। এখন দেখার কতদিন তা স্থায়ী হয়।