ভাইপোর সঙ্গেই মেয়ের বিয়ে দিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির, সেনার সদর দপ্তরেই বসল আসর!

December 30, 2025 | 2 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৪৭: চরম গোপনীয়তা ও কড়া নিরাপত্তার ঘেরাটোপে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের (Asim Munir) মেয়ের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হলো। আর সেই বিয়ের আসর বসল খোদ পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তরে (GHQ)। গত ২৬ ডিসেম্বর আয়োজিত এই হাই-প্রোফাইল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি।

পাক সাংবাদিক জাহিদ গিশকোরির সূত্র অনুযায়ী, সেনাপ্রধানের মেয়ের বিয়েতে আমন্ত্রিতের সংখ্যা ছিল মাত্র ৪০০। মূলত নিরাপত্তাজনিত কারণেই গোটা বিষয়টি সংবাদমাধ্যম ও সাধারণের চোখের আড়ালে রাখা হয়েছিল। অতিথিদের তালিকায় ছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, উপপ্রধানমন্ত্রী ইশাক দার। এছাড়াও আইএসআই (ISI) প্রধান এবং পাক সেনাবাহিনীর একাধিক বর্তমান ও অবসরপ্রাপ্ত শীর্ষ জেনারেলরা সপরিবারে অনুষ্ঠানে যোগ দেন।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সেনাপ্রধান আসিম মুনিরের চার কন্যার মধ্যে এটি তাঁর তৃতীয় কন্যার বিবাহ। পাত্রের নাম আবদুল রহমান, যিনি সম্পর্কে সেনাপ্রধানের নিজের ভাইপো। পাত্রের পেশাগত পরিচয় নিয়েও চর্চা শুরু হয়েছে। জানা যায়, আবদুল রহমান একসময় পাক সেনার ক্যাপ্টেন পদে ছিলেন। পরবর্তীতে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন এবং সেনা আধিকারিকদের জন্য সংরক্ষিত বিশেষ কোটায় সিভিল সার্ভিসে যোগ দেন। বর্তমানে তিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে কর্মরত।

মেয়ের বিয়ের আবহের মধ্যেই সেনাপ্রধান আসিম মুনিরের সাম্প্রতিক একটি কড়া ভাষণ আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। ওই ভাষণে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিশ্বের সমস্ত মুসলিমকে একজোট হওয়ার আহ্বান জানান তিনি। মুনির বলেন, “গোটা বিশ্বের দিকে তাকালে দেখবেন মুসলিম রাষ্ট্রগুলি প্রবল সমস্যার মুখে। গত দুই দশকে ৭ থেকে ৮টি সুন্দর মুসলিম রাষ্ট্র ধ্বংস হয়ে গিয়েছে। মুসলিম বিশ্ব আজ তাদেরই ষড়যন্ত্র ও কূটনৈতিক চালের শিকার, যারা মুসলিমদের পতন চায়।”

ভাষণে সুর চড়িয়ে তিনি আরও বলেন, “আমাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। সেই সব লোকেদের হৃদয়ে ত্রাস সৃষ্টি করতে হবে যারা আল্লার শত্রু, আমাদের শত্রু। তাঁদের সবাইকে আমরা না চিনলেও আল্লা চেনেন।” মুসলিম দেশগুলি প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে পড়ার কারণেই দুর্বল হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন পাক সেনাপ্রধান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen