Pakistan flood disaster: প্রবল বৃষ্টি এবং ধসে পাকিস্তানে মৃত্যুমিছিল
উত্তর-পশ্চিম পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত। খাইবার পাখতুনখোয়া প্রদেশের অনেক জেলা হড়পা বানে ভেসে গিয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:২৮: প্রবল বৃষ্টি এবং ধসে পাকিস্তানে মৃত্যুমিছিল। শুক্রবার খাইবার পাখতুনখোয়ায় হড়পা বানের জেরে এখনও পর্যন্ত ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ঘটনার পর এখনও নিখোঁজ অসংখ্য মানুষ। জোরকদমে উদ্ধারকাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
উত্তর-পশ্চিম পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত। খাইবার পাখতুনখোয়া প্রদেশের অনেক জেলা হড়পা বানে ভেসে গিয়েছে। পাক অধিকৃত কাশ্মীরেও হড়পা বানে ভেসে গিয়েছে গ্রামের পর গ্রাম। চলতি মরসুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হচ্ছে, দাবি সে দেশের আবহাওয়া দপ্তরের। পাকিস্তানের জাতীয় বিপর্যয় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, গত ২ জুন থেকে এখনও পর্যন্ত দেশে বৃষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে।
খাইবার পাখতুনখোয়ার বুনের জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। এখনও অনেকে নিখোঁজ। কয়েকশো উদ্ধারকারী দিনরাত এক করে উদ্ধারকাজ চালাচ্ছেন। মূলত মেঘভাঙা বৃষ্টির কারণে হড়পা বান থেকে এই বিপর্যয়। শুক্রবার পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। বুনেরের পীরবাবা, মালিকপুরার মতো গ্রাম জলের তোড়ে তছনছ হয়ে গিয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘কোথা থেকে বন্যার জল এল, আমরা জানি না। কিছু বুঝে ওঠার আগেই সব ভেসে গেল। অনেকে বাড়ি থেকে বেরোনোরই সময় পায়নি।’’ বুনেরের হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, মৃতদের অধিকাংশই শিশু এবং পুরুষ। কারণ, যে সময়ে বান এসেছে, তখন গ্রামের মহিলারা হয় কাঠ কাটতে, না হলে গরু চরাতে পাহাড়ে গিয়েছিলেন।