Pakistan Flood: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান, ২৪ ঘণ্টায় পাঞ্জাব প্রদেশে মৃত কমপক্ষে ৩০

গত এক সপ্তাহে প্রায় ২,৩০০-রও বেশি গ্রাম জলের নিচে চলে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শিখদের অন্যতম পবিত্র তীর্থস্থান কর্তারপুর সাহেব।

August 30, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০৭: ৪০ বছর পর পাকিস্তানের পাঞ্জাব থেকে লাহোর ভয়াবহ বন্যার কবলে। সিন্ধু নদী ও তার উপনদীগুলোর জলস্ফীতিতে ডুবে গিয়েছে বিস্তীর্ণ জনপদ। PDMA জানিয়েছে, গত এক সপ্তাহে প্রায় ২,৩০০-রও বেশি গ্রাম জলের নিচে চলে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শিখদের অন্যতম পবিত্র তীর্থস্থান কর্তারপুর সাহেব।

লাহোর শহর, যা ১৯৮৮ সালের পর এতদিন বন্যার বাইরে ছিল, এবার সেই শহরও জলের কবলে। পাঞ্জাব প্রদেশে শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০ জনের। লাহোরের ডেপুটি কমিশনার সৈয়দ মুসা রাজা জানিয়েছেন, আজ সকাল ৭টায় ইরাবতী নদীর জলপ্রবাহ ছিল ২.২ লক্ষ কিউসেক, যা এই অঞ্চলের ইতিহাসে সর্বোচ্চ।

সূত্রের খবর, জল ছাড়ার আগে পাকিস্তানকে আগাম বার্তা পাঠানো হয়েছে ভারতের তরফে। যদিও ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত সিন্ধু জলচুক্তির কার্যকারিতা স্থগিত করেছিল। তবুও, জল ছাড়ার পূর্বে সতর্কবার্তা পাঠানোর রীতি বজায় রাখা হয়েছিল।

পাকিস্তানের প্রশাসনের দাবি, আড়াই লক্ষের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। চলছে উদ্ধারকাজ। রিপোর্ট বলছে, পাঞ্জাব ছাড়িয়ে গোটা পাকিস্তানেই বন্যা পরিস্থিতি ভয়াবহ। এখনও পর্যন্ত ৪০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen