রাষ্ট্রসংঘে পাক প্রধানমন্ত্রীর ‘মিথ্যা নাটক’, মোক্ষম জবাব দিল ভারত

September 27, 2025 | 2 min read

Authored By:

Proteem Basak Proteem Basak
Published by: Proteem Basak

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: রাষ্ট্রসংঘের (United Nations) মঞ্চে ভারতের (India) বিরুদ্ধে যুদ্ধ উন্মাদনা বজায় রাখার অভিযোগ করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কড়া জবাব দিল ভারতও। পাক প্রধানমন্ত্রীর মিথ্যা ভাষণকে আজব নাটক বলে কটাক্ষ করে নয়াদিল্লি পাকিস্তানের সন্ত্রাসবাদের ইতিহাস মনে করাল। ওসামা বিন লাদেনকে আড়াল করা থেকে, পহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিদের আড়াল করার চেষ্টা, সব ইস্যু মনে করিয়ে পাকিস্তানকে কোণঠাসা করল ভারত।

রাষ্ট্রসংঘের সাধারণ সভায় এর আগে ভাষণ দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী। সেখানে কাশ্মীর প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। দাবি করেছিলেন, কাশ্মীরের মানুষের উপর ভারত অত্যাচার চালায়। পাকিস্তানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শনিবার ‘জবাব দেওয়ার অধিকার’ প্রয়োগ করে ভারত। রাষ্ট্রসঙ্ঘের প্রধানের দৃষ্টি আকর্ষণ করে ভারতের প্রতিনিধি বলেন, ‘‘সকালে এই সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী কিছু অদ্ভুত নাটক করেছেন। আরও এক বার তিনি সন্ত্রাসবাদকে মহান করে দেখানোর চেষ্টা করেছেন, যা দেশটির বিদেশনীতির অন্যতম অঙ্গ। তবে কোনও নাটক বা কোনও মিথ্যাভাষণ সত্যকে ঢেকে রাখতে পারবে না।’’

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে সে সময়ে পাকিস্তানের অবস্থান মনে করিয়ে দিয়েছেন নয়াদিল্লির প্রতিনিধি। বলেছেন, ‘‘এটাই সেই পাকিস্তান, যারা পহেলগাঁওয়ের ঘটনার পর গত ২৫ এপ্রিল রাষ্ট্রসংঘে ‘রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামের পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীকে আড়াল করতে চেয়েছিল। এই দেশের সন্ত্রাসবাদকে মদত দেওয়ার ইতিহাস অনেক পুরনো। ওদের কোনও লজ্জা নেই। বছরের পর বছর ধরে এই দেশেই আশ্রয় দেওয়া হয়েছিল ওসামা বিন লাদেনকে, সে কথা ভুলে গেলে চলবে না।’’

সিন্ধু জলচুক্তি নিয়েও ভারতকে কাঠগড়ায় তোলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ। তিনি দাবি করেন, সিন্ধু চুক্তির শর্ত না মেনে আন্তর্জাতিক আইন ভেঙেছে ভারত। কোনওরকম প্রমাণ ছাড়াই পাক প্রধানমন্ত্রী যেভাবে মিথ্যাচার করে গেলেন, সেটারই জবাব দিয়েছে ভারত। রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি পেটাল গেহলট ‘জবাব দেওয়ার অধিকার’ প্রয়োগ করে রাষ্ট্রসংঘের মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen