কাছাকাছি পাকিস্তান-সৌদি আরব, নজর রাখছে নয়াদিল্লি

September 18, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১০: বুধবার, সৌদি আরবের (Saudi Arabia) সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তান (Pakistan)। দুই দেশ জানিয়েছে, কোনও এক-দেশের উপর হামলা হলে, উভয়ের উপর তা আঘাত হিসাবে ধরা হবে। এহেন চুক্তিতে নয়াদিল্লির চাপ বৃদ্ধি পেল। বৃহস্পতিবার, এক বিবৃতিতে এই বিষয়ে বিদেশমন্ত্রক জানায় পাকিস্তান-সৌদি আরব ঘনিষ্ঠতার উপর নিবিড়ভাবে নজর রাখছে নয়াদিল্লি। প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ করা হবে।

বুধবার, সৌদি আরবে সে’দেশের যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে দেখা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দুই দেশ ‘পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। যা নিয়ে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জওসওয়াল বলেন, “সৌদি-পাক প্রতিরক্ষা চুক্তির বিষয়টি আমরা জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও গ্লোবাল স্বার্থের কথা ভেবেও নজর রাখছি। ভারত সরকার জাতীয় স্বার্থ রক্ষা এবং সকল ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

পাকিস্তান, সৌদি আরব সহ ৪০টি ইসলামিক দেশ দোহায় এক সম্মেলন করে সম্প্রতি। ইজরায়েলের হামলার পরই ‘ন্যাটো’র মতো জোট গঠনের চেষ্টা শুরু করে ইসলামিক দেশগুলির রাষ্ট্রনেতারা। এই আবহে সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি দিল্লির মাথাব্যথার কারণ।

পাকিস্তানের সঙ্গে চুক্তির পর সৌদি আরব বিবৃতিতে বলেছে, যেকোনও ধরনের আগ্রাসনের বিরুদ্ধে সৌদি আরব এবং পাকিস্তান যৌথভাবে লড়বে। কূটনীতিবিদদের মতে, অপারেশন সিঁদুরের পর থেকে ইসলামাবাদ ভয়ে কাঁপছে। আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করার চেষ্টা করছে পাকিস্তান। ফলে প্রতিরক্ষা চুক্তি গ্রহণযোগ্যতা বৃদ্ধির কৌশল ছাড়া কিছুই নয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen