৩৮০০ শিশুর জীবনরক্ষাকারী পলক মুচ্ছলের নাম এবার গিনেস ও লিমকা বুক অফ রেকর্ডসে

November 12, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: সংগীতের মঞ্চে তিনি পরিচিত তাঁর মধুর কণ্ঠের জন্য। কিন্তু জীবনের বৃহত্তর মঞ্চে পলক মুচ্ছল এক ভিন্ন পরিচয়ের অধিকারী। মানবসেবার অন্যতম নিদর্শন। ইন্দোরে জন্ম নেওয়া এই শিল্পী শুধু সুরের জাদু ছড়াননি, ছুঁয়ে গেছেন অসংখ্য মানুষের হৃদয়ও। তাঁর “পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন”-এর মাধ্যমে তিনি এখনও পর্যন্ত তিন হাজার আটশোরও বেশি শিশুদের হৃদরোগের অস্ত্রোপচারের ব্যয়ভার বহন করেছেন যা তাঁকে জায়গা করে দিয়েছে গিনেস ও লিমকা বুক অব রেকর্ডসে।

ছোটবেলার এক ট্রেনযাত্রায় পথশিশুদের অসহায়তা তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছিল। সেই অনুভব থেকেই জন্ম নেয় তাঁর প্রতিজ্ঞা—যে সুরের শক্তি মানুষকে আনন্দ দেয়, সেটাই একদিন হবে জীবন বাঁচানোর শক্তি। আজ সেই প্রতিজ্ঞাই তাঁর জীবনের মূল মন্ত্র। সংগীতজীবনের প্রতিটি উপার্জন, প্রতিটি মঞ্চ, প্রতিটি করতালির প্রতিধ্বনি যেন পরিণত হয়েছে নতুন জীবনের আশায়।

পলকের মানবিক উদ্যোগ শুধু চিকিৎসা সহায়তায় সীমাবদ্ধ নয়। সময় সময়ে তিনি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকেছেন—কখনও ভূমিকম্পে বিধ্বস্ত পরিবারের পাশে, কখনও আবার শহিদ পরিবারের সহায়তায়। তাঁর সমাজসেবার মূল সুরটি স্পষ্ট দায়বদ্ধতা আর ভালোবাসা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen