Operation Sindoor-র ‘নেপথ্য কারিগর’ এবার RAW-র শীর্ষপদে
পাকিস্তানের ভূখণ্ডে জঙ্গিঘাঁটি চিহ্নিত করতে ‘অপারেশন সিঁদুরে’ অভিযানে বড় ভূমিকা ছিল ১৯৮৯ ব্যাচের এই আইপিএস অফিসারের।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৪৭: দেশের নিরাপত্তায় আরেক নির্ভরযোগ্য নেতৃত্ব! দেশের শীর্ষ গুপ্তচর সংস্থা RAW-এর (রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং) প্রধান হচ্ছেন পরাগ জৈন! পাকিস্তানের ভূখণ্ডে জঙ্গিঘাঁটি চিহ্নিত করতে ‘অপারেশন সিঁদুরে’ অভিযানে বড় ভূমিকা ছিল ১৯৮৯ ব্যাচের এই আইপিএস অফিসারের।
শনিবার সরকারিভাবে জানানো হয়েছে, ১ জুলাই থেকে দায়িত্ব নেবেন পরাগ জৈন। তাঁর নাম সুপারিশ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটির তরফেও তাঁর নিয়োগে সিলমোহর পড়েছে। বর্তমানে তিনি RAW-এর অধীনস্থ আকাশপথ নজরদারি ইউনিট ‘অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার’-এর প্রধান হিসেবে কর্মরত।

১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার পরাগ জৈনের ঘর পঞ্জাব ক্যাডার। সেখানেই দীর্ঘ সময় তিনি খলিস্তানপন্থী সন্ত্রাস ও পাকিস্তান ঘনিষ্ঠ ড্রাগ ট্রাফিকিংয়ের বিরুদ্ধে লড়েছেন। লুধিয়ানার ডিআইজি থাকাকালীন পাকিস্তান থেকে মাদক পাচার রুখতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পরে ২০২১ সালের ১ জানুয়ারি তিনি পঞ্জাব পুলিশের ডিজিপিও হন।
তবে ‘অপারেশন সিঁদুরে’-তেই তাঁর সাফল্য তাঁকে শীর্ষপদে পৌঁছে দিয়েছে বলে মনে করছেন গোয়েন্দা মহল। ওই অভিযানে ‘র’-এর নজরদারি ড্রোন ও তথ্য বিশ্লেষণ শাখার প্রধান হিসেবে সীমান্তপারের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিকে সঠিকভাবে চিহ্নিত করেন তিনি। এছাড়াও জম্মু-কাশ্মীরে জঙ্গিদমন অভিযানেও রয়েছে তাঁর সক্রিয় ভূমিকা। বর্তমান ‘র’ প্রধান রবি সিনহা ৩০ জুন অবসর নেবেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন পরাগ।