বাবা হতে চলছেন পরমব্রত, #babycomingsoon পোস্ট পিয়ার
২০২৩-এর ২৭ নভেম্বর অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী গায়িকা পিয়া চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন টলিউডের অন্যতম এলিজিবল ব্যাচেলর পরমব্রত চট্টোপাধ্যায়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৩-এর ২৭ নভেম্বর অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী গায়িকা পিয়া চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন টলিউডের অন্যতম এলিজিবল ব্যাচেলর পরমব্রত চট্টোপাধ্যায়। সমাজমাধ্যমের ট্রোলদের বুড়োআঙ্গুল দেখিয়ে গত দু’বছর ধরে ঘোর সংসারী হয়েছেন কিংবদন্তি চিত্রপরিচালক ঋত্বিক কুমার ঘটকের এই তুতো নাতি। তাদের ঘরে নতুন অতিথি এসেছে। বেড়াল পুষেছেন। কুকুর পুষেছেন। এবার সমাজমাধ্যমেই জানিয়ে দিলেন ঘরে আসছে আরও এক নতুন অতিথি।
এদিন সকালে সমাজমাধমে পিয়া পোস্ট করলেন #babycomingsoon । লিখলেন –
ভ্যালেন্টাইন পার্টিতে একটু দেরি হয় গেল। আমরা এটা নিয়ে ব্যস্ত ছিলাম-
১. এই আমরা
২. এই আমাদের বড়, নিনা (বেড়াল)
৩. তারপর গত বছর এসেছিল বাঘা (কুকুর)
৪. আমাদের ভালবাসার বুদ্বুদ বাড়ছে: একজন মানুষ শীঘ্রই ট্রাইবে যোগদান করবে!