সৌমিত্রের বায়োপিকে সত্যজিতের ভূমিকায় কিউ

পরমব্রত চট্টোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক যে পরিচালনা করতে চলেছেন সেটা সকলেই জানেন।

January 21, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi
সৌমিত্র চট্টোপাধ্যায়। ছবি সৌজন্যেঃ Facebook

পরমব্রত চট্টোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক যে পরিচালনা করতে চলেছেন সেটা সকলেই জানেন। এবার তিনি সোশ্যাল মিডিয়ায় ছবির নাম ঘোষণা করেছেন। সত্যজিৎ রায়ের ছবির স্মৃতি উস্কে নাম রেখেছেন ‘অভিযান’।

এত বড় মাপের অভিনেতার দীর্ঘ অভিনয় জীবন যখন পর্দায় উঠে আসবে, তখন তাঁর সঙ্গে উঠে আসবে আরও অনেক উল্লেখযোগ্য ব্যক্তিত্বের সঙ্গে সৌমিত্রর সখ্য, অভিনয় জীবন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবেন যিশু সেনগুপ্ত। পরিণত বয়সের চরিত্রে অবশ্য সৌমিত্র নিজেই অভিনয় করবেন।

আর সৌমিত্র বাবুর বায়োপিক যখন, তখন সত্যজিৎ রায় তো থাকবেনই। এখানেই চমক পরমব্রতর। মানিকবাবুর চরিত্রে দেখা যাবে পরিচালক কৌশিক মুখোপাধ্যায় ওরফে কিউকে। সত্যজিৎ রায়ের সঙ্গে কিউয়ের চেহারার অদ্ভুত সাদৃশ্য আছে বলেই মত পরমব্রতর।

এছাড়াও ছবিতে সুচিত্রা সেনের ভূমিকায় দেখা যাবে পাওলি দামকে। রবি ঘোষের চরিত্রতে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে। মাধবী মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন সোহিনী সরকার। কানাঘুষোয় শোনা যাচ্ছে উত্তম কুমারের ভূমিকায় দেখা যেতে পারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও।

এই ছবির শুটিং দুটো পর্বে হবে। ফেব্রুয়ারিতেই শুটিং শুরু, জানিয়েছেন পরিচালক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen