বাংলাদেশি নাগরিক বিতর্ক: প্রশ্নের মুখে বনগাঁ দক্ষিণের BJP বিধায়কের নাগরিকত্ব

২০০২ সালের পর ভারতে এসে অবৈধভাবে ভোটার তালিকায় নাম তুলেছেন। গোপালনগর থানার পাল্লা এলাকায় নাম নথিভুক্ত হয়েছে বলে দাবি।

August 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪২: বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর ও তাঁর বাবা-মায়ের নাম নেই। এ বিষয়ে বনগাঁ মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

এর আগে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার বাবা-মায়ের নাম নিয়েও প্রশ্ন উঠেছিল। মতুয়া মহাসংঘ সেই ঘটনায় বিধায়ক পদ খারিজের দাবি জানিয়েছিল। নতুন বিতর্কে ফের উত্তপ্ত রাজনীতি।

তৃণমূলের অভিযোগ, স্বপন মজুমদার ও তাঁর পরিবার একসময় বাংলাদেশের নাগরিক ছিলেন। ২০০২ সালের পর ভারতে এসে অবৈধভাবে ভোটার তালিকায় নাম তুলেছেন। গোপালনগর থানার পাল্লা এলাকায় নাম নথিভুক্ত হয়েছে বলে দাবি।

বনগাঁ জেলা যুব সভাপতি সব্যসাচী ভট্ট নথি পেশ করেছেন। বাংলাদেশের একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের লিখিত দাবিও দেখানো হয়েছে। নথি অনুসারে, মজুমদার পরিবার গোপালগঞ্জ জেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ছিলেন। এছাড়া ১৯৯৬ সালের একটি দলিলে স্বপন মজুমদারের বাবার নাম রয়েছে দাতা হিসেবে।

বিজেপি বিধায়ক স্বপন মজুমদার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ২০০২ সালের আগে বাবা মারা যান। কর্মসূত্রে তিনি মুম্বইতে ছিলেন, তাই ভোটার তালিকার শুনানিতে উপস্থিত থাকতে পারেননি। পরে নাম তুলেছেন।

তৃণমূলের অভিযোগ, স্বপন মজুমদার বাংলাদেশের নাগরিক। তিনি ২০০২ সালের পর ভারতে এসে অবৈধভাবে ভোটার তালিকায় নাম তুলেছেন। গোপালনগর থানার পাল্লা এলাকায় নিজেদের নাম নথিভুক্ত করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen