এক মাস পর ছেলের ছবি প্রকাশ্যে আনলেন পরিণীতি–রাঘব, কী নাম রাখলেন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২৩: জন্মের ঠিক এক মাস পর অবশেষে প্রথমবার ছেলেকেসবার সামনে আনলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডা। বুধবার সকালে দম্পতি তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছেলের সঙ্গে কাটানো দু’টি আদুরে মুহূর্তের ছবি শেয়ার করেন। সঙ্গে প্রকাশ্যে আসে শিশুটির নামও— ‘নীর’ (Neer)।
পরিণীতির পোস্টের ক্যাপশনে ছিল এক সুন্দর সংস্কৃত শ্লোক— “জলস্য রূপম্, প্রেমাস্য স্বরূপম্- তত্র ইভ নীর।” এরপর অভিনেত্রী লেখেন, জীবনে নতুন প্রাণের ছোঁয়া তাঁদের অন্তহীন শান্তি এনে দিয়েছে। তাই ছেলের নাম রাখা হয়েছে নীর— যার অর্থ বিশুদ্ধ, ঐশ্বরিক ও সীমাহীন।
ছবিগুলির মধ্যে একটিতে দেখা যায়, পরিণীতি ও রাঘবের কোলে শুয়ে থাকা শিশুটির ক্ষুদ্র পায়ে চুম্বন করছেন নবদম্পতি। অন্য ফ্রেমে তাঁদের হাতে ধরা নীরের ছোট্ট দুই পা। মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই পোস্ট। অনুরাগীদের পাশাপাশি বলিউডের বহু তারকা— বরুণ ধাওয়ান, গওহর খান, সাবা পতৌদি, ভারতী সিং–সহ অনেকে শুভেচ্ছায় ভরিয়ে দেন নতুন বাবা-মাকে।
দীপাবলির ঠিক আগে, ১৯ অক্টোবর দিল্লির একটি হাসপাতালে জন্ম নেয় এই খুশির বান্ডিল। সেইদিনও একটি আবেগঘন পোস্টে দম্পতি জানিয়েছিলেন, ছেলের আগমনে তাঁদের জীবন পূর্ণতা পেয়েছে।
২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর উদয়পুরে রাজকীয় আয়োজনে পরিণীতি ও রাঘবের বিয়ে হয়। দু’বছর পর চলতি অগস্টে সোশ্যাল মিডিয়ায় প্রথম সন্তান আসার খবর প্রকাশ করেছিলেন তাঁরা। অবশেষে এক মাসের মাথায় নীরের প্রথম ঝলক সামনে আসতেই আনন্দে ভেসে উঠেছে ভক্তদের মন। আলো, ক্যামেরা ও ব্যস্ততার মাঝেও তাদের পরিবার যে ভালবাসায় ভরপুর— আবারও প্রমাণ করলেন এই তারকা দম্পতি।