Paris Diamond League 2025: মধুর প্রতিশোধ! সোনা জিতলেন নীরজ চোপড়া

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১০:১৩: প্যারিসেই স্বপ্নপূরণ। মধুর প্রতিশোধ নিলেন নীরজ চোপড়া। মরশুমের প্রথম ডায়মন্ড লিগে এসেছিল অধরা সাফল্য। ৯০ মিটারের দূরত্ব অতিক্রম করেছিল ভারতের সোনার ছেলের বর্ষা। কিন্তু সোনা জেতা হয়নি। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতীয় জ্যাভালার নীরজ চোপড়াকে (Neeraj Chopra)।
অবশেষে শুক্রবার প্যারিস ডায়মন্ড লিগে ৮৮.১৬ মিটার জ্যাভেলিন ছুড়ে সোনা জিতলেন তিনি। দ্বিতীয় জার্মানির জুলিয়ান ওয়েবার (৮৭.৮৮ মিটার)। উল্লেখ্য, দোহা ডায়মন্ড লিগে ৯০.২৩ মিটার জ্যাভেলিন ছুড়ে স্বপ্নপূরণ হয়েছিল ভারতের সোনার ছেলের। কিন্তু শেষ থ্রোয়ে ৯১.০৬ মিটার দূরত্ব অতিক্রম করে বাজিমাত করেন ওয়েবার। সেবার রুপোতেই সন্তষ্ট থাকতে হয়েছিল ওলিম্পিকসে জোড়া পদক জয়ী ভারতীয় তারকাকে। তাই এদিন শুরু থেকেই সতর্ক ছিলেন নীরজ। প্রথম প্রচেষ্টায় ৮৮.১৬ মিটার জ্যাভেলিন ছুড়ে শুরু থেকেই এক নম্বরে ছিলেন তিনি। ওয়েবার দ্বিতীয় স্থানে (৮৭.৮৮ মিটার)। ভারতীয় তারকার দ্বিতীয় থ্রোটি ছিল ৮৫.১০ মিটারের। এরপর তাঁর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্রচেষ্টা বাতিল হয়।