Paris Olympics: লক্ষ্যর লক্ষ্যভেদ, ব্যাডমিন্টনে দুরন্ত জয় ভারতের
বিশ্বের ৫২ নম্বর কারাগজিকে এদিন লক্ষ্য হারালেন ২১-১৯, ২১-১৪ ব্যবধানে।
July 29, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এদিন লক্ষ্য বেলজিয়ামের জুলিয়েন কারাগজিকে পরাজিত করলেন। ২২ বছরের লক্ষ্য আজ ৪৩ মিনিটের মধ্যেই হারিয়ে দিলেন বেলজিয়ামের প্রতিপক্ষকে। কেভিন কর্ডনকে প্রথম ম্যাচে হারিয়েছিলেন লক্ষ্য। এরপরই চোটের কারণে কর্ডন ছিটকে যান। ফলে লক্ষ্যর পয়েন্ট বাদ যায়। বিশ্বের ৫২ নম্বর কারাগজিকে এদিন লক্ষ্য হারালেন ২১-১৯, ২১-১৪ ব্যবধানে।
বিশ্বের ১৯ নম্বর লক্ষ্য এদিন চাপের মুখেও নিজের খেলাকে অসাধারণ উচ্চতায় নিয়ে গেলেন। রক্ষণাত্মক কৌশলের আশ্রয় নিয়েও প্রথম খেলায় ১৮ পয়েন্ট পর্যন্ত পিছিয়ে ছিলেন লক্ষ্য। এরপর অসাধারণ দক্ষতায় জয় ছিনিয়ে নেন তিনি।