Paris Olympics 2024: বুধবার কোন কোন ইভেন্টে নামবেন ভারতের খেলোয়াড়রা
আজ বৃহস্পতিবার প্যারিস অলিম্পিকের ত্রয়োদশতম দিন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ বৃহস্পতিবার প্যারিস অলিম্পিকের ত্রয়োদশতম দিন।
একনজরে দেখে নিন কোন কোন ইভেন্টে নামবেন ভারতের খেলোয়াড়রা:
দুপুর ১২.৩০: গলফ-মহিলাদের ব্যক্তিগত স্ট্রোক- রাউন্ড ২- দিক্ষা ডাগর।
দুপুর ০২.০৫: অ্যাথলেটিক্স- মহিলাদের ১০০ মিটার হার্ডলস রিপেচেজ – হিট ১- জ্যোতি ইয়ারাজি।
দুপুর ০২.৪৭: গলফ- মহিলাদের ব্যক্তিগত স্ট্রোক- রাউন্ড ২- অদিতি অশোক।
বিকেল ০৩.০০: রেসলিং-মহিলাদের ৫৭ কেজি ফ্রিস্টাইল-আংশু মালিক বনাম হেলেন মারৌলিস (ইউএসএ)।
বিকেল ০৩.০০: কুস্তি-পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল-আমান সেহরাওয়াত বনাম ভ্লাদিমির এগোরভ (ম্যাসেডোনিয়া)।
বিকেল ০৪.২০: কুস্তি-মহিলাদের ৫৭ কেজি ফ্রিস্টাইল-ফাইনাল (যোগ্যতা অর্জন করলে) আংশু মালিক বনাম আলিনা আকোবিয়া (ইউক্রেন) বা আনহেলিনা লাইসাক (পোল্যান্ড)।
বিকেল ০৪.২০: কুস্তি-পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল ফাইনাল (যোগ্যতা অর্জন করলে) আমান সেহরাওয়াত বনাম ডায়ম্যান্টিনো ইউনা ফাফে (বিসুয়া-গিনি) বা জেলিমখান আবাকরভ (আলবেনিয়া)।
বিকেল ৫.৩০: হকি-পুরুষ দলের ব্রোঞ্জ মেডেল ম্যাচ- ভারত বনাম স্পেন।
রাত ০৯.৪৫/০৯.৫৫: কুস্তি-পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল সেমিফাইনাল (যোগ্যতা অর্জন করলে) আমান সেহরাওয়াত।
রাত ১০.২৫/১০.৩৫: কুস্তি- মহিলাদের ৫৭ কেজি ফ্রিস্টাইল- সেমিফাইনাল (যোগ্যতা অর্জন করলে) আংশু মালিক।
রাত ১১.৫৫: অ্যাথলেটিক্স- পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনাল- নীরজ চোপড়া।