মণিপুর নিয়ে উত্তাল সংসদ, BJP-র বিরুদ্ধে কণ্ঠরোধের অভিযোগে সরব তৃণমূলের মহিলা সাংসদেরা

বুধবার, মণিপুর নিয়ে উত্তাল হল সংসদ। বিজেপির বিরুদ্ধে সংসদে কণ্ঠরোধের অভিযোগ তুলল তৃণমূল।

July 31, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪২: বুধবার, মণিপুর নিয়ে উত্তাল হল সংসদ। বিজেপির বিরুদ্ধে সংসদে কণ্ঠরোধের অভিযোগ তুলল তৃণমূল। বিবাদ এমন পর্যায়ে পৌঁছয় যে মুলতুবি হয়ে যায় লোকসভা। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে বিজেপি সাংসদের বিরুদ্ধে অভিযোগ জানান
বিরোধী জোটের মহিলা সাংসদরা। সৌমিত্র খাঁকে সতর্ক করা হল। মহিলাকে অপমান করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

জাতি-হিংসা পীড়িত মণিপুরে বিজেপি সরকার ভেঙে দিয়ে গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শাসন জারি হয়। যার মেয়াদ আরও ছ’মাস বাড়ানোর সিদ্ধান্তে লোকসভায় বিধিবদ্ধ প্রস্তাব পাশ করাতে চায় মোদী সরকার। তার প্রতিবাদ করেছে তৃণমূল। সেই আলোচনায় বচসা বেঁধে যায়। তৃণমূলের বক্তা ছিলেন কাকলি ঘোষদস্তিদার। তৃণমূল সাংসদ দাবি করেন, আগামী ১৩ আগস্ট থেকে ফের ছ’মাস মেয়াদ বৃদ্ধি নয়। বরং আগামী তিন মাসের মধ্যে নির্বাচন হোক অশান্ত মণিপুরে। ওখানে প্রশাসন যেমন ব্যর্থ, তেমনই উত্তর-পূর্বের ওই রাজ্য রাষ্ট্রপতি শাসন পর্বেও স্বাভাবিক হয়নি।

তৃণমূলের প্রতিনিধি দল মণিপুর গিয়ে ভয়াবহ দৃশ্য চাক্ষুস করেছেন। মহিলাদের উপর অকথ্য অত্যাচারের কথা বর্ণনা করছিলেন কাকলি ঘোষদস্তিদার। কেন এখনও প্রধানমন্ত্রী মণিপুর গেলেন না? প্রশ্নও তোলেন কাকলি। বাঁকুড়ার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ হঠাৎই নিজের আসন ছেড়ে উঠে তৃণমূলের দিকে চলে যান। প্রবল চিৎকারে শুরু করেন। অভিযোগ, বাংলায় তৃণমূল সরকার, মুখ্যমন্ত্রীর নামেও লাগামহীন মন্তব্য করতে থাকেন।

তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল, সায়নী ঘোষ, মিতালি বাগ প্রতিবাদে সোচ্চার হন। অধ্যক্ষের আসন থেকে কুমারী সেলজা সতর্কও করলেন সৌমিত্রকে। কিন্তু তিনি থামেননি। অগত্যা সভা মুলতুবি করে দেওয়া হয়। মুলতুবি পর্বে এনসিপি (শারদ পাওয়ার) নেত্রী সুপ্রিয়া সুলে বিরোধী জোটের মহিলা সাংসদদের নিয়ে স্পিকার ওম বিড়লার কাছে বঙ্গ বিজেপির সাংসদের নামে অভিযোগ করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen