Parliament Monsoon Session 2025: অভিষেকের নেতৃত্বে ‘SIR’ ‘ভোট চুরি’ নিয়ে বিক্ষোভ তৃণমূলের

শুক্রবার সকালে সংসদ চত্বরে তৃণমূল কংগ্রেসের সাংসদরা, গেরুয়া রঙের পোস্টার হাতে ‘নির্বাচন কমিশন ছিঃ ছিঃ’ স্লোগান দেন।

August 8, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০৪: বিহারে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) ইস্যুতে বিরোধী শিবিরের প্রতিবাদ অব্যাহত। শুক্রবার সকালে সংসদ চত্বরে তৃণমূল কংগ্রেসের সাংসদরা, গেরুয়া রঙের পোস্টার হাতে ‘নির্বাচন কমিশন ছিঃ ছিঃ’ স্লোগান দেন। পোস্টারে বাংলায় লেখা ছিল “ভোট চুরি”। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা ব্যানারে লেখা ছিল “চুপি চুপি ভোট চুরি” এবং ইংরেজিতে Silent Invisible Rigging, যার সংক্ষিপ্ত রূপও এসআইআর।

গত কয়েকদিন ধরে সংসদের ভিতরে-বাইরে এসআইআর নিয়ে উত্তেজনা চলছে, যার ফলে বারংবার অধিবেশন মুলতুবি হয়েছে। তৃণমূল শুক্রবার প্রকাশ্যে অভিযোগ তোলে যে, এই প্রক্রিয়ার আড়ালে চলছে ভোট কারচুপি।এই বিষয়ে আলোচনা হয় গতকাল রাতের INDIA বৈঠকেও।

প্রতিবেশী রাজ্য বিহারে এসআইআর-ভিত্তিক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, যেখানে ৬৫ লক্ষেরও বেশি নাম বাদ গেছে। কমিশন জানিয়েছে, সারা দেশেই এই প্রক্রিয়া চলবে এবং পশ্চিমবঙ্গেও প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিরোধীদের বক্তব্য, এই প্রক্রিয়ায় লক্ষ লক্ষ প্রকৃত ভোটার নিজেদের ভোটাধিকার হারাবেন, যা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলবে। বিষয়টি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বিচারাধীন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen