Parliament Monsoon Session: আজ থেকে শুরু বাদল অধিবেশন, কোন কোন বিল পেশ হতে পারে? কোন অস্ত্রে শান দেবেন বিরোধীরা?
আজ (সোমবার, ২১ জুলাই) থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৪০: আজ (সোমবার, ২১ জুলাই) থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। ২১ অগস্ট পর্যন্ত বাদল অধিবেশন চলবে। দুই কক্ষে ২১টি অধিবেশন হবে। স্বাধীনতা দিবস পালন এবং তার আয়োজন ঘিরে ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত অধিবেশন বিরতি থাকবে।
শোনা যাচ্ছে, এবারের বাদল অধিবেশনে আটটি বিল আলোচ্য সূচিতে থাকতে পারে। সেগুলি হল, জাতীয় ক্রীড় শাসনব্যবস্থা বিল, জাতীয় ডোপিং-বিরোধী সংশোধনী বিল, মণিপুর পণ্য ও পরিষেবা (সংশোধনী) বিল, জনবিশ্বাস (সংশোধনী) বিল, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (সংশোধনী) বিল, কর আরোপ (সংশোধনী) বিল। মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবও পেশ করা হতে পারে অধিবেশনে।
গত অধিবেশনে পেশ হওয়া নতুন আয়কর বিল যুগ্ম কমিটির কাছে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। সেই বিলও পাশ করানো হতে পারে। বিলটি পাশ হলে ২০২৬ সালের ১ এপ্রিল থেকে আইন কার্যকর হবে।
অন্যদিকে, পহেলগাঁও হামলা, সিঁদুর অভিযান নিয়েও আলোচনা হতে পারে সংসদের বাদল অধিবেশনে, তেমনই ইঙ্গিত মিলেছে সর্বদল বৈঠকে। কারণ এই দুই অস্ত্রেই বিরোধীরা মোদী সরকারকে চেপে ধরবেন। ভারত-পাক সংঘর্ষবিরতিতে ট্রাম্পের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে পারে।
বিহারে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে, তা নিয়ে বিতর্ক হতে পারে সংসদে। সুর চড়াতে পারে কংগ্রেস, তৃণমূল এবং আরজেডি। দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মাকে নিয়েও হতে পারে বিতর্ক। বাদল অধিবেশনে তাঁকে সরানোর প্রক্রিয়া শুরু হতে পারে বলে সূত্রের খবর। আহমেদাবাদে বিমান দুর্ঘটনা নিয়েও উত্তাল হতে পারে সংসদ।