Parliament Monsoon Session: দফায় দফায় মুলতুবি অধিবেশন, SIR থেকে সিঁদুর ঝোড়ো ব্যাটিং INDIA-র

July 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৬: সোমবারের পর সংসদের বাদল অধিবেশনের দ্বিতীয় দিন অর্থাৎ আজ মঙ্গলবারেও বিরোধীদের প্রতিবাদে সকাল থেকে দফায় দফায় মুলতুবি হল সংসদের কাজ। অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দাবিতে উত্তাল হয় লোকসভা। রাজ্যসভায় বিরোধীরা সরব হন বিহারে ভোটার তালিকা সংশোধনী নিয়ে। সংসদের উভয় কক্ষে বিরোধী দলের সাংসদেরা কার্যত ঝোড়ো ব্যাটিং করেন।

সকাল ১১টায় লোকসভার অধিবেশন শুরু হতেই বিরোধী দলের সাংসদেরা অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দাবি তুলতে থাকেন। আসন ছেড়ে উঠে পড়েন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান কৃষি সংক্রান্ত বিষয়ে আলোচনায় অংশ নেওয়ার জন্য বিরোধীদের অনুরোধ করেন। স্পিকার ওম বিরলাও বিরোধীদের আসনে বসার জন্য অনুরোধ করেন। প্রথমে দুপুর ১২টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেন অধ্যক্ষ। দুপুর ১২টায় ফের লোকসভার অধিবেশন বসলে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনার দাবিতে ফের সরব হন বিরোধীরা। দুপুর ২টো পর্যন্ত অধিবেশন আবার মুলতুবি করা হয়।

সংসদের বাইরে ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। বিরোধী সাংসদেরা সংসদ কক্ষের বাইরে ক্ষোভ দেখান। রাজ্যসভাতেও নির্বাচন কমিশনের বিশেষ সমীক্ষা নিয়ে আলোচনার দাবি তোলেন বিরোধী সাংসদেরা। দশ জন বিরোধী সাংসদ এই প্রসঙ্গে আলোচনার দাবি করেন। উপরাষ্ট্রপতি ধনখড় ইস্তফার দেওয়ায় মঙ্গলবার রাজ্যসভা পরিচালনা করেন উচ্চকক্ষের ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহ। ধনখড়ের ইস্তফা নিয়েও আলোচনার দাবি তোলেন এক সাংসদ। দুপুর ১২টা পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করা হয়। ফের বিরোধীরা ভোটার তালিকার সংশোধনীর প্রসঙ্গে আলোচনার দাবি জানালে অধিবেশন দুপুর ২টো পর্যন্ত আবারও মুলতুবি করে দেওয়া হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen