Parliament Monsoon Session: সংসদে বাংলার দাবি আদায়ে সরব তৃণমূল সাংসদেরা

রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে প্রায় পঁচিশ প্রশ্নের বাণে মোদী সরকারের ঘুম কেড়েছে তৃণমূল সাংসদেরা। বাংলার জন্যে তৃণমূল সাংসদদের করা ১৫টি প্রশ্ন

August 3, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২১: চলতি বাদল অধিবেশনের কেবলমাত্র দশদিন অতিক্রান্ত হয়েছে। এরই মধ্যে দেশ ও বাংলার একাধিক ইস্যুতে মোদী সরকারকে নাস্তানাবুদ করেছে তৃণমূল সাংসদেরা। রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে প্রায় পঁচিশ প্রশ্নের বাণে মোদী সরকারের ঘুম কেড়েছে বাংলার শাসক দলের সাংসদেরা।

এক নজরে বাংলার জন্যে তৃণমূল সাংসদদের করা ১৫টি প্রশ্ন

লোকসভার সাংসদ আবু তাহের খানের প্রশ্নে জবাবে জানা গিয়েছে, ২০২৩ সালে ন্যাশনাল হাইওয়ে অথরিটি NH-312-কে চার লেনে সম্প্রসারণ করার প্রকল্প হাতে নেয় কিন্তু আজও তার ডিপিআর হয়নি। যদিও মোদী সরকার দাবি করে ২০২৩-২৪ সালে দৈনিক ৩৪ কিলোমিটার হিসাবে বারো হাজার কিমি ন্যাশনাল হাইওয়ে তারা তৈরি করেছে।

সাংসদ বাপি হালদারের প্রশ্নের উত্তরে কেন্দ্র জানিয়েছে, ২০২৪-২৫ অর্থ বছরে বাংলার জন্য সমগ্র শিক্ষা প্রকল্পে কোনও অর্থ বরাদ্দ করা হয়নি।

সাংসদ কীর্তি আজাদের প্রশ্নের উত্তরে মোদী সরকার জানিয়েছে, স্বদেশ দর্শন ২.০-র আওতায় বাংলার জন্য কোনও প্রকল্প নেওয়া হয়নি। দেশ ও বিদেশ মিলিয়ে প্রায় সাড়ে আঠারো কোটি পর্যটক বাংলা বেড়াতে এসেছেন। আন্তর্জাতিক পর্যটক আসার নিরিখে বাংলা দেশে তৃতীয়।

সাংসদ খলিলুর রহমানের প্রশ্নের কারণে জানা গিয়েছে, বাংলায় যেসব ন্যাশনাল হাইওয়ে তৈরির কাজ চলছে, তার ৩৮ শতাংশ কাজ সময়ের চেয়ে পিছিয়ে রয়েছে।

সাংসদ দেবের প্রশ্নে মাধ্যমে সামনে এসেছে যে, DVC দামোদরে কোনও ড্রেজিং করেনি।

চলতি অর্থবর্ষে বাংলায় প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রমে কোনও অর্থ বরাদ্দ করা হয়নি। সাংসদ ইউসুফ পাঠানের প্রশ্নের জেরে এই সত্য সামনে এসেছে।

সাংসদ মালা রায়ের প্রশ্নের জেরে প্রকাশ্যে এসেছে, গত পাঁচ বছরে রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা মেট্রোকে মাত্র ২৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

প্রধানমন্ত্রী মৎস সম্পদ যোজনার আওতায় কেন্দ্রের ভাগের টাকার ২৫ শতাংশেরও কম অর্থ ছাড়া হয়েছে বাংলায়। এই তথ্য কেন্দ্র জানিয়েছে সাংসদ সৌগত রায়ের করা লিখিত প্রশ্নের জবাবে।

সাংসদ দেবের প্রশ্ন উত্তরে কেন্দ্র জানিয়েছে, ভারত সরকারের বন্যা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় নেই ঘাটাল মাস্টার প্ল্যান। রাজ্যকে বাইরে থেকে অর্থ সংগ্রহ করতে বলা হয়েছে।

ডিপিআর হওয়ার পরেও কৃষ্ণনগর-করিমপুর-ডোমকল রেল লাইন প্রকল্পের কাজ শুরু হয়নি। সাংসদ মহুয়া মৈত্রের সওয়ালে এমনই জানিয়েছে কেন্দ্র।

সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে কেন্দ্র জানিয়েছে, আন্দামান সেলুলার জেলে চট্টগ্রাম যুব বিদ্রোহ ও সেই বিদ্রোহে কালাপানির সাজাপ্রাপ্ত অপ্রাপ্তবয়স্ক নায়কদের নিয়ে কোনও বিশেষ গ্যালারি নেই। এরকম কোনও গ্যালারি গড়ার পরিকল্পনাও নেই বলে জানিয়েছে বিজেপি সরকার।

সাংসদ ডেরেক ও’ব্রায়েনের প্রশ্নে উত্তরে কেন্দ্র জানিয়েছে, বাংলায় PMAY-G প্রকল্পে বরাদ্দকৃত অর্থে কেন্দ্র নিজের ভাগের এক টাকাও দেয়নি।

কতজন পরিযায়ী শ্রমিক কাজের জায়গায় খুন হয়েছেন সে তথ্য মোদী সরকারের কাছে নেই। সাংসদ সামিরুল ইসলামের প্রশ্নের উত্তর দিতে পারেনি কেন্দ্র।

একশো দিনের কাজের অর্থ বকেয়া রয়েছে এমন রাজ্যের নামের তালিকা থেকে বাংলার নাম মুছে দিয়েছে মোদী সরকার। সাংসদ ডেরেক ও’ব্রায়েনের প্রশ্নে এই তথ্য প্রকাশ্যে এসেছে।

এইমস কল্যাণীতে প্রায় ৪৫% ফ্যাকাল্টি পদ শূন্য রয়েছে। সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে এমনই জানিয়েছে কেন্দ্র।

লাগাতার বাংলার দাবিতে সংসদে গলা ফাটাচ্ছেন রাজ্যের শাসক দলের সাংসদরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এমপি রীতিমতো লড়াই করে বাংলার অধিকার, দাবি-দাওয়া ছিনিয়ে আনছেন। সরব হচ্ছেন বাংলার বঞ্চনা নিয়েও। অন্যদিকে রাজ্যের এক ডজন বিজেপি সাংসদ বাংলার জন্য তেমন সওয়াল করছেন না বলেই অভিযোগ আম জনতার। বাংলার জন্য তাঁদের খুব একটা কিছু চাইতে দেখাও যায় না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen