Parliament Monsoon Session: বাঙালি হেনস্থার প্রতিবাদে তৃণমূলের নেতৃত্বে আজ উত্তাল হবে সংসদ

July 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৫২: রাজ্যে রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার চলছে। মূলত বিজেপি শাসিত রাজ্যেই হেনস্থার শিকার হচ্ছেন বাঙালিরা। তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী এই ইস্যুতে আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন। এবার তাঁর দলের সাংসদেরা পার্লামেন্টের মধ্যে বাঙালি হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন বলে ঠিক করেছেন। আজ বাংলা অক্ষর লেখা পোশাক পরে প্রতিবাদের পরিকল্পনা রয়েছে।

বাংলা এবং বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিজেপি সরকার, এই অভিযোগে আজ বৃহস্পতিবার সংসদ উত্তাল করতে চলেছে তৃণমূল। রাজ্যসভায় দলের ১১ জন সাংসদ নোটিশ জমা দেবেন। তাঁদের দাবি, বাঙালির হেনস্থা ইস্যুতে আলোচনা করতে হবে।

স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আন্দোলন সরব হবেন বাংলার শাসক দলের সাংসদেরা। লোকসভাতেও সোচ্চার হবে দল। বুধবার আলোচনার দাবিতে রাজ্যসভায় নোটিশ দিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা গৃহীত হয়নি। আজও একইভাবে বাংলা বাঙালি ইস্যুতে লোকসভায় সরব হবে তৃণমূল। এবার সংসদে যেকোনও আলোচনা, বিতর্কে তাঁরা বাংলা ভাষায় কথা বলবেন বলেই ঠিক হয়েছে। সংসদে আলোচনার দাবিতে বাংলা ভাষায় নোটিশ দেওয়ার ভাবনাচিন্তা করছে তৃণমূলের পরিষদীয় দল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen