আবার সংসদের অধিবেশন মুলতুবি, তোপ তৃণমূলের

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ মুলতুবি হয়ে গেল লোকসভার অধিবেশন।

December 12, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ফাইল ছবি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ দুপুর ২টো অবধি মুলতুবি হয়ে গেল রাজ্যসভার অধিবেশন। সংসদের অধিবেশন যে মুলতবি হতে পারে, তা আঁচ করে এদিন সকালেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে সমাজমাধ্যমে লেখেন, “সম্ভবত মোদি সরকার আজ আবার সংসদের কাজকে ব্যাহত করবে এবং এটিকে চলতে দেবে না। আগে সংসদ কয়েক ঘন্টার জন্য মুলতবি থাকত। এখন দুপুরের মধ্যেই রহস্যজনকভাবে সারাদিনের জন্য সংসদ মুলতবি করা হয়।”

সাকেত অভিযোগ করেন, ক্রমবর্ধমান জনগণের ক্ষোভের সাথে, মোদি এবং বিজেপি সিদ্ধান্ত নিয়েছে যে সেন্সরশিপই একমাত্র বিকল্প। সরকার পক্ষের দ্বারা করা হট্টগোলের কারণে সংসদ যখন দিনের জন্য মুলতবি হয়ে যায়, তখন সংসদ সদস্যরা জনগণের সমস্যা তুলে ধরার সুযোগ পান না।

সাকেত মোদী সরকারের উদ্দেশ্যে বলেন, যদি তাদের সাহস থাকে তবে তারা নাটক বন্ধ করুন এবং সংসদকে চলতে দিন।

এদিন বেলা ১টা অবধি মুলতুবি হয়ে গেল লোকসভার অধিবেশনও।লোকসভায় তৃণমূলের দলনেতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বিজেপি এবং কংগ্রেস সংসদ চালাতে চায় না। তৃণমূল হাউস চালাতে চাই এবং পশ্চিমবঙ্গে অনেক সমস্যা রয়েছে। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে তহবিল দিচ্ছে না… প্রধানমন্ত্রী মোদীর বিকল্প হিসেবে আবির্ভূত হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen