সংসদের কড়চা, দশম দিন: লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রাখলেন তৃণমূল সাংসদরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩০: আজ শুক্রবার, ১২ ডিসেম্বর লোকসভায় তৃণমূল সাংসদদের একগুচ্ছ প্রশ্ন রাখলেন লোকসভায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়:
দিল্লিতে শিশুদের মধ্যে বায়ু দূষণের জেরে শ্বাসযন্ত্রের অসুস্থতা প্রতিরোধ ও পরিচালনার জন্য সরকার, হাসপাতাল এবং স্কুলগুলির সাথে সমন্বয় সাধনের জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা নিয়ে লিখিত প্রশ্ন রাখেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ।
মালা রায়:
২০২০-২০২৪ সাল পর্যন্ত, ৪,৩৫০ কেজি হেরোইন, ৪১৫ কেজি কোকেন এবং ৯৪ লক্ষেরও বেশি ট্রামাডল ট্যাবলেট/ইনজেকশন বাজেয়াপ্ত করা হয়েছে। ভারতীয় বন্দরগুলিতে বাজেয়াপ্ত হেরোইনের প্রায় ৭৭% গুজরাট বন্দরগুলিতে (মুন্দ্রা এবং গান্ধীধাম) ধরা পড়েছে। এবিষয়টি উত্থাপন করেন তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়।
জুন মালিয়া:
আয়ুষ মন্ত্রক এবং সংশ্লিষ্ট বিভাগগুলিতে ৪৫% পদ খালি রয়েছে। সর্বাধিক শূন্যপদ রয়েছে জাতীয় স্বাস্থ্যসেবা কমিশনে, পাসিঘাটে, যেখানে ৯৫% এরও বেশি পদ এখনও খালি রয়েছে। এই বিষয়টি উত্থাপন করেছেন জুন মালিয়া।
ইউসুফ পাঠান:
ইন্ডিয়ান ফরেন সার্ভিসে মাত্র ২৮% মহিলা, ২১% এসসি/এসটি এবং ২৩% ওবিসি। বর্তমানে মাত্র ১১ জন মহিলা রাষ্ট্রদূত/হাইকমিশনার/স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই বিষয়টি উত্থাপন করেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান।
আবু তাহের খান:
জাতীয় স্বাস্থ্য নীতি (২০১৭)-র লক্ষ্য ছিল ২০২৫ সালের মধ্যে যক্ষ্মা নির্মূল করা, কিন্তু ২০২৪ সালের হিসাবে দেখা যাচ্ছে এখনও প্রতি লক্ষ জনসংখ্যায় ১৮৭ জন যক্ষ্মায় আক্রান্ত হচ্ছেন। এই বিষয়ে জানতে চান মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান।
কালিপদ সোরেন খেরওয়াল:
আটটি প্রতিরক্ষা ক্ষেত্রে (Public Sector Undertakings) ৮% পদ খালি রয়েছে। এ বিষয়ে প্রশ্ন তোলেন ঝাড়গ্রামের সাংসদ কালিপদ সোরেন খেরওয়াল।
বাপি হালদার:
২০১০ সালে সুপ্রিম কোর্ট দিল্লির বাইরে সুপ্রিম কোর্টের বেঞ্চ স্থাপনের কোনও যুক্তি খুঁজে পায়নি। সাংবিধানিক বেঞ্চের বিচারাধীন রয়েছে জাতীয় আদালত প্রতিষ্ঠার বিষয়টি। এবিষয়ে জানতে চান তৃণমূল সাংসদ বাপি হালদার।
পার্থ ভৌমিক:
মণিপুর ছাড়া সকল রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে NFHS-6 এর প্রথমিক পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে, তবে এটির রিপোর্ট প্রকাশের জন্য কোনও সময়সীমা দেওয়া হয়নি। বিষয়টি উত্থাপন করেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক।
শর্মিলা সরকার, জগদীশচন্দ্র বাসুনিয়া:
২০১৪-২৫ সালের মধ্যে বিদেশ মন্ত্রক ৫,১১৩ জন চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করেছে। এই বিষয়ে জানতে চান তৃণমূল কংগ্রেসের সাংসদ শর্মিলা সরকার ও জগদীশচন্দ্র বাসুনিয়া।
মিতালী বাগ:
২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে ক্যান্সারের প্রাদুর্ভাব প্রায় ১১% বৃদ্ধি পেয়েছে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (HPV) টিকা সর্বজনীন টিকাদান কর্মসূচির অংশ নয়। বিষয়টি উত্থাপন করেন তৃণমূল সাংসদ মিতালী বাগ।
সৌগত রায়:
কেন্দ্রীয় মন্ত্রক জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে রেফার করা এবং বিচারাধীন মামলার কোনও তথ্য রাখে না। বিষয়টি উত্থাপন করেন দমদমের সাংসদ সৌগত রায়।
শর্মিলা সরকার:
বিদেশে এখনও পর্যন্ত মাত্র নয়টি ওয়ান স্টপ সেন্টার (OSC)অনুমোদিত রয়েছে। এক্ষেত্রে মন্ত্রক অনুমোদিত তহবিলের মাত্র ৫% ব্যবহার করা হয়েছে। কখন OSC গুলি সম্পূর্ণরূপে কার্যকর হবে তার কোন নির্দিষ্ট সময়সীমা নেই। এই বিষয়টি উত্থাপন করেন তৃণনমূল কংগ্রেস সাংসদ শর্মিলা সরকার।
রচনা বন্দ্যোপাধ্যায়:
প্যাক নিউট্রিশন লেবেলিং বিষয়ে বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন এখনও বিচারাধীন। বিষয়টি উত্থাপন করেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
মহুয়া মৈত্র:
২০২৪-২৫ সালে পতঞ্জলি ফুডসের উত্তরাখণ্ড উৎপাদন ইউনিট থেকে সংগৃহীত লাল মরিচের গুঁড়োর নমুনাকে অনিরাপদ ঘোষণা করা হয়েছিল, কারণ সনাক্ত করা কীটনাশকের মাত্রা সীমা অতিক্রম করেছিল। বিষয়টি উত্থাপন করেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়:
২০২৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত পরিকাঠামো উন্নয়নের জন্য জাতীয় স্বাস্থ্য মিশন (NHM) এর অধীনে অনুমোদিত তহবিলে মাত্র ০.৬৪% বৃদ্ধি করা হয়েছে। ২০২৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত মাতৃ ও শিশু স্বাস্থ্য শাখার জন্য পরিকাঠামো উন্নয়নের জন্য NHM এর অধীনে অনুমোদিত তহবিলে ৪৫% কমানো হয়েছে।
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অনুমোদিত মোট ৪.০৫ লক্ষ টাকার মধ্যে, রাজস্থান পায় ৩৬.২%, যেখানে পশ্চিমবঙ্গ পায় মোটের মাত্র ৫%। এই বিষয়ে জানতে চেয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
দীপক অধিকারী:
শিশুদের সহায়ক পুষ্টি সরবরাহে অনিয়মের বিষয়ে যে প্রশ্নটি তৃণমূল সাংসদ দীপক অধিকারী রেখেছিলেন, কেন্দ্রীয় সরকার তা এড়িয়ে গেছে।