Parliament Winter Session: বাংলার বকেয়া মেটানোর দাবিতে সোমবারেও বিক্ষোভ তৃণমূল সাংসদদের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪৬: আজ, সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বন্দেমাতরম বিষয়ক বিশেষ আলোচনা। আজ, সংসদের উভয়কক্ষে আলোচনায় অংশ নেবেন প্রতিটি রাজনৈতিক দলের জনপ্রতিনিধি। আলোচনা শুরুর আগে সংসদ ভবনের বাইরে বাংলার বকেয়া মেটানোর দাবিতে সরব হলেন তৃণমূল সাংসদরা। একশো দিনের কাজ, আবাস সহ একাধিক প্রকল্পের অর্থ নিয়ে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদ দেখালেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়রা।
তৃণমূলের রাজ্যসভা ও লোকসভা সাংসদরা পোস্টার হাতে সংসদ ভবনের সামনে স্লোগান তুললেন। মনরেগার টাকা এখনও বাকি, বিজেপি বাংলাকে বঞ্চিত করছে ইত্যাদি লেখা বাংলা, ইংরাজি, হিন্দি পোস্টারে প্রতিবাদ মুখর হল সংসদ চত্বর। ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, মৌসম বেনজির নুর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, মিতালি বাগ, প্রতিমা মণ্ডল, বাপি হালদার – সকলের হাতেই ছিল পোস্টার।
প্রায় প্রতিদিনই কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগ তোলা তুলছেন সাংসদেরা। শীতকালীন অধিবেশনে সংসদের ভিতরে-বাইরে মোদী সরকারকে চাপে রাখতে এমন কৌশল নিয়েছে তৃণমূল। সংসদীয় দল ইস্যুভিত্তিক কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করছে। পাশাপাশি প্রশ্ন করেও একের পর এক তথ্য সামনে আনছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। যাতে আরও স্পষ্ট হচ্ছে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার চিত্র।