পুজোর মধ্যেই কি জেলমুক্তি হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১০: স্কুল সার্ভিস কমিশন (SSC) নিয়োগ দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের আর্জি মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট। শুক্রবার কলকাতা হাই কোর্টে বিচারপতি শুভ্রা ঘোষ শর্তসাপেক্ষে পার্থের জামিনের আবেদন মঞ্জুর করেন। বিচারপতি ঘোষের এজলাসে পার্থের জামিনের মামলার শুনানি শেষ হয়েছিল গত ১৫ সেপ্টেম্বর। তিনি রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন। তবে তার জেলমুক্তি হবে কি না, তা এখন স্পষ্ট নয়। গোটা বিষয়টাই এখন নিম্ন আদালতের হাতে।
২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশিতে প্রচুর অর্থ উদ্ধার হয় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। এরপরই ইডির হাতে প্রথমে গ্রেপ্তার হন অর্পিতা, পরে পার্থকেও গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। পরে নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত শুরু করার পর থেকেও পার্থকে ‘শোন অ্যারেস্ট’ বা গ্রেপ্তার করা হয়। সেই থেকে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন তিনি। বারবার অসুস্থতার কথা বলে জামিনের আবেদন জানিয়েছিলেন। সদ্য ইডির মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। পরবর্তীতে অন্য মামলায় নিম্ন আদালতেও জামিন পেয়েছেন তিনি। তবে তাতেও জেলমুক্তি হয়নি তাঁর।
পার্থ এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে দু’টি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করেছিল ইডি। সোনাদানা, বাড়ি মিলিয়ে প্রায় ৬০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। এর পর গ্রুপ সি, গ্রুপ ডি-সহ একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর। ইডির পর তাঁকে সিবিআই-ও গ্রেপ্তার করে। গঠন করা হয় চার্জশিট। পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা ইতিমধ্যে জামিন পেয়ে গিয়েছেন। কিন্তু পার্থ এখনও জেলে। বার বার জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। দেখিয়েছেন শারীরিক অসুস্থতার কারণও।