বাসনে বাসনে ঠোক্কর লাগে, তাতে সংসার ভাঙে না, ঐক্যের বার্তা পার্থর

রবিবার বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের তরফে এক রাজনৈতিক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি হয় ১১৮ নম্বর ওয়ার্ডে এস এন রায় রোডে দলীয় অফিসের সামনে। যেখানে দল ও সংসার কার্যত সমার্থক হিসেবে তুলে ধরেন পার্থবাবু।

December 7, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

বিধানসভা ভোটের আগে দলকে সংগঠিত করতে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল (Trinamool)। সংগঠনকে শক্তিশালী করার কাজ যেমন চলছে জোর কদমে, তেমনই মিটিং, মিছিল, জনসভা থেকে রোজই তৃণমূল আক্রমণ করছে বিজেপিকে। তবে তৃণমূল বাড়তি গুরুত্ব দিয়েছে ঘর গোছানোর কাজে। আর সেখানেই দলের পতাকা কাঁধে নিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

রবিবার বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের তরফে এক রাজনৈতিক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি হয় ১১৮ নম্বর ওয়ার্ডে এস এন রায় রোডে দলীয় অফিসের সামনে। যেখানে দল ও সংসার কার্যত সমার্থক হিসেবে তুলে ধরেন পার্থবাবু। তিনি বলেন, ‘দলাদলি নয়, ভেদাভেদ নয়। বাসন মাজতে গেলে দেখবেন বাসনে বাসনে ঠোক্কর লাগে। কিন্তু সংসার ভেঙে যায় না। সংসারকে এক রাখার দায়িত্ব সকলের। কর্মীরা ঐক্যবদ্ধ থাকবেন।’ তৃণমূলের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এবং মানুষের কাছে পৌঁছতে উন্নয়নই একমাত্র হাতিয়ার, তা স্পষ্ট করে দিয়েছেন পার্থবাবু। সেইসঙ্গে কর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, সকলকে নিয়ে চলতে হবে। কেউ যদি চিমটি কাটতে চায়, তাকে অবহেলা করুন।

তৃণমূল আমলে রাজ্যে কী কী উন্নয়ন হয়েছে, তা সবিস্তারে মানুষের কাছে তুলে ধরার নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব। মানুষের সঙ্গে সংযোগ আরও নিবিড় করার বার্তা দেওয়া হয়েছে। সরকারের উন্নয়নের কর্মকাণ্ড তুলে ধরতে বিভিন্ন ক্লাবকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পার্থবাবু। বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ভোটার তালিকার কাজ ভালোভাবে করার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি বিজেপি ও সিপিএমকে এই মঞ্চ থেকে চড়া সুরে আক্রমণ করেছেন পার্থবাবু (Partha Chatterjee)। বলেছেন, এক ইঞ্চিও জমি ছাড়া হবে না। অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের আন্দোলন লাগাতর চলবে। তৃণমূল এমন দল, ডাল যত কাটবে, তত বাড়বে। যে কোনও শক্তি আসুক, আমরা লড়াই করে জিতব। সিপিএমের (CPM) অনেক কর্মী এখন রোজই বিজেপিতে (BJP) নাম লেখাচ্ছেন বলে পার্থবাবুর দাবি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen