রোহিত-কোহলিকে সামলানো সমস্যা নয়, গিলের উপর আস্থা পার্থিভ প্যাটেলের

October 14, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৫০: ভারত বনাম অস্ট্রেলিয়া এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে। এর অন্যতম কারণ হল অভিজ্ঞ দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির প্রত্যাবর্তন। সাম্প্রতিক সময়ে ভারতীয় দল চমৎকার ফর্মে রয়েছে। বিশেষ করে এবারের এশিয়া কাপ ২০২৫ টি২০ ফরম্যাটে জিতে তারা আস্থা ও আত্মবিশ্বাস দুটোই বাড়িয়ে তুলেছে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন এই সিরিজে উত্তেজনা যেন আরও অনেক গুণ বেশি। কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর এই প্রথম কোহলি ও রোহিত একসঙ্গে ভারতীয় জার্সিতে মাঠে নামবেন তাও আবার নতুন অধিনায়ক শুভমন গিলের নেতৃত্বে।

Board of Control for Cricket in India (BCCI) নির্বাচকমণ্ডলী এই সিরিজের আগে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে—অভিজ্ঞ রোহিতকে সরিয়ে ওডিআই অধিনায়ক করা হয়েছে গিলকে। ২৪ বছর বয়সী এই তরুণ ওপেনারের সামনে এবার বড় চ্যালেঞ্জ—দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সমন্বয় রেখে একটি শক্তিশালী দল হিসেবে এগিয়ে যাওয়া।

এই প্রসঙ্গে ভারতের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার পার্থিভ প্যাটেলে মনে করেন, গিলের জন্য রোহিত-কোহলিকে সামলানো কোনও সমস্যা হবে না। বরং তিনি গিলকে পরামর্শ দিয়েছেন, যেন তিনি অযথা এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের উপর অতিরিক্ত মনোযোগ না দেন। পার্থিভ বলেন, “আমি মনে করি না, এখানে কোনও জটিলতা হবে। কারণ বিরাট ও রোহিত দুজনেই এমন ধরনের ক্রিকেটার যারা দলের স্বার্থকেই আগে রাখে। বিরাট নিজেও অধিনায়ক হয়েছিলেন যখন ধোনি খেলতেন। তিনি জানেন সিনিয়র ক্রিকেটারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “একই জিনিস ঘটেছিল যখন রোহিত অধিনায়ক হয়। তারা জানে সিদ্ধান্তটা দেশের ক্রিকেটের মঙ্গলের জন্য। এরা দুজনই পরিণত ক্রিকেটার, তাই গিলকে ওদের ‘ম্যানেজ’ করার জন্য আলাদা এনার্জি খরচ করতে হবে না।”

কোহলি ও রোহিত, যারা এতদিন ভারতীয় দলের চালিকাশক্তি ছিলেন, এবার প্রথমবার গিলের নেতৃত্বে খেলবেন। একদিকে যেমন নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে, তেমনি ক্রিকেটভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে এই নতুন নেতৃত্বের অধীনে ভারতীয় দলের পারফরম্যান্স দেখার জন্য। অভিজ্ঞতা আর তারুণ্যের এই মেলবন্ধন কতটা সফল হয়, সেই দিকেই এখন তাকিয়ে গোটা ক্রিকেট বিশ্ব।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen