ফের লাইনচ্যুত ট্রেন, প্রশ্ন উঠছে যাত্রী সুরক্ষা নিয়ে

রেল যাত্রী ভাড়া বাড়াতে চলেছে। অথচ যাত্রী সুরক্ষা এখনও একশো শাংশ সুনিশ্চিত করতে পরেনি রেল মন্ত্রক।

June 28, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩৫: রেল যাত্রী ভাড়া বাড়াতে চলেছে। অথচ যাত্রী সুরক্ষা এখনও একশো শতাংশ সুনিশ্চিত করতে পরেনি রেল মন্ত্রক। এই অভিযোগ যে কতটা সত্য, তা ফের প্রমান হয়ে গেল শনিবার। ফের লাইনচ্যুত হল ট্রেন। এবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আরাক্কোনাম-কাটপাডি মেমু প্যাসেঞ্জার ট্রেন। তামিলনাড়ুর রানীপেট জেলার চিত্তেরির কাছে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলেই খবর।

জানা গিয়েছে, আজ শনিবার ভোরের দিকে চিত্তেরি স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই বিকট শব্দ শোনা যায়। তড়িঘড়ি লোকো পাইলট ট্রেনটি থামানোর চেষ্টা করতেই ঘটে বিপত্তি। লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের বেশ কয়েকটি কামরা। তাঁদের দাবি, লাইনচ্যুত হওয়ার সময় নাকি লাইনের একাংশ ভেঙেও যায়। স্বাভাবিকভাবেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। হুড়োহুড়ি পড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা। তাঁরা জানান, এই ঘটনায় যাত্রীরা কেউ হতাহত হননি। তবে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণে ওই লাইনে পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে খবর। মেরামতির কাজ শুরু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen