হাওড়ায় সপ্তাহান্তে বাতিল ২০টি লোকাল ট্রেন চিন্তায় যাত্রীরা

January 4, 2026 | < 1 min read


নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.২০: হাওড়া ডিভিশনের তারকেশ্বর শাখায় গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত কাজের কারণে আগামি সপ্তাহান্তে বড় ধরনের ট্রেন ও ট্রাফিক পরিবর্তন হচ্ছে। শনিবার মধ্যরাত থেকে সোমবার পর্যন্ত ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে, যার ফলে শাখার একাধিক লোকাল ও আপ-ডাউন ট্রেন বাতিল করা হয়েছে।

তারকেশ্বর স্টেশনে নতুন ফুটওভার ব্রিজ স্থাপনের জন্য শনিবার-রবিবার এবং রবিবার-সোমবার মধ্যরাতে পৃথকভাবে ৪ ঘণ্টা ৩০ মিনিটের পাওয়ার ব্লক প্রয়োজন। এছাড়া আরামবাগ ও মায়াপুর স্টেশনের মধ্যে সাবওয়ে সংযোগ কাজের জন্য শনিবার-রবিবার রাত ৮ ঘণ্টা ১৫ মিনিটের ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে।

ফলে, তারকেশ্বর শাখায় এই তিন দিনের মধ্যে মোট ২০টি আপ ও ডাউন ট্রেন বাতিল হয়েছে। বিশেষভাবে রবিবার বাতিল হয়েছে ৩৭৩৭৩ হাওড়া-গোঘাট, ৩৭৩৭৪ গোঘাট-হাওড়া, ৩৭৪০১ তারকেশ্বর-গোঘাট, ৩৭৪২১ তারকেশ্বর-আরামবাগ, ৩৭৩৭২ গোঘাট-তারকেশ্বরসহ আরও অন্যান্য লোকাল ট্রেন। সোমবারও কয়েকটি লোকাল ট্রেন স্থগিত থাকবে, যার মধ্যে রয়েছে ৩৭৩১২ তারকেশ্বর-হাওড়া এবং ৩৭৪১৪ তারকেশ্বর-শেওড়াফুলি।

যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ যে, যারা এই সময় তারকেশ্বর শাখায় যাত্রা করবেন, তারা ট্রেন বাতিল ও সময়সূচি পরিবর্তনের কথা মাথায় রেখে বিকল্প ব্যবস্থা নিতে পারেন। এই সংক্রান্ত সমস্ত বিজ্ঞপ্তি স্থানীয় স্টেশনে দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen