৫২ বছর পর বাংলাদেশে হিন্দি ছবি! ওপার বাংলায় কেমন ব্যবসা করছে ‘পাঠান’?

সারা বিশ্বে এই ছবি এখনও পর্যন্ত প্রায় ১০০০ কোটিরও বেশি টাকা আয় করেছে। বাংলাদেশের সেই ঝলক দেখা যাচ্ছে।

May 16, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ওপার বাংলায় মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের ছবি পাঠান। ১২ মে অর্থাৎ বিগত শুক্রবার বাংলাদেশে মুক্তি পেয়েছে ছবিটি। শাহরুখের ভক্ত সংখ্যা ওপার বাংলায় কম কিছু নয়, ইতিমধ্যেই উত্তেজনায় ফুটছেন কিং খানের অনুরাগীরা। উল্লেখ্য, ১৯৭১ সালের পর থেকে বাংলাদেশে আর কোনও হিন্দি ছবি মুক্তি পায়নি। সেক্ষেত্রে ৫২ বছর পর পাঠানই প্রথম ছবি যা বাংলাদেশে মুক্তি পেল। মুক্তি পেতেই জমিয়ে ব্যবসা করতে আরম্ভ করেছে পাঠান।

সারা বিশ্বে এই ছবি এখনও পর্যন্ত প্রায় ১০০০ কোটিরও বেশি টাকা আয় করেছে। বাংলাদেশের সেই ঝলক দেখা যাচ্ছে। সে দেশের সংবাদপত্র প্রথম আলো জানাচ্ছে, শুক্রবার দুপুরে শহরের নানা জায়গায় মাইকে শোনা যাচ্ছে, ‘চলিতেছে…। মণিহার প্রেক্ষাগৃহে; বলিউড কিং খান শাহরুখ আর গ্ল্যামার গার্লস দীপিকা পাড়ুকোন অভিনীত ভারতবর্ষের সাড়াজাগানো সুপারহিট নতুন হিন্দি সিনেমা “পাঠান”…চলিতেছে…।’

প্রথম আলোর প্রতিবেদনে দাবি করা হয়েছে, যশোরে বলিউডের সিনেমা নিয়ে এই প্রথম এমন জাঁকজমকপূর্ণ প্রচার দেখা গেল। ঢাকার মাল্টিপ্লেক্সগুলোতে ভিড় ছিল। সিঙ্গেল স্ক্রিনগুলোতে তেমন দর্শক হয়নি বলেই জানাচ্ছেন বাংলাদেশের হল মালিকরা। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা সিনেমা হলসহ সে দেশের ৪১টি প্রেক্ষাগৃহে পাঠানের ২০৬টি শো চলেছে। বলিউড হাঙ্গামার দাবি, প্রথম দিনে ২৫ লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে। পাঠানের পরিবেশক সত্যদীপ সাহার দাবি, চলতি বছর বাংলাদেশে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি ব্যবসা করা সিনেমা পাঠান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen